বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা
টিকাবাণিজ্য কেলেঙ্কারি

হুইপপোষ্য রবিউলের সহযোগীদেরও শাস্তি চায় পটিয়াবাসী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পটিয়ায় হুইপ বাহিনীর টিকাবাণিজ্যে অভিযুক্ত মেডিকেল টেকনিশিয়ান রবিউল হোসেনকে বরখাস্ত করা হলেও তার নেপথ্যের সহযোগীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এ সহযোগীদের আইনের আওতায় আনার দাবি   তুলেছেন            পটিয়াবাসী। মঙ্গলবার রাতে গণমাধ্যমেক স্বাস্থ্য অধিদফতর ‘ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে’ বলে ইঙ্গিত দিয়েছে। জড়িতদের বিরুদ্ধে নিজেদের আইনজীবীর পরামর্শ নিয়ে প্রয়োজনে মামলা দায়েরের কথাও বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম। পটিয়ায় স্থানীয় বাসিন্দাদের দাবি, ‘ঘটনার নেপথ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ খুব জরুরি। ঘটনার সঙ্গে রবিউল সরাসরি যুক্ত থাকলেও হুইপ বাহিনীর সম্পৃক্ততার বিষয়টিও স্পষ্ট হয়েছে। হুইপের ভাইয়ের নিজ হাতে টিকা পুশ করার ঘটনাই টিকাবাণিজ্য কেলেঙ্কারির প্রমাণ।’ স্থানীয়রা জানান, ‘টিকা নিয়ে সরকারের সাফল্যের দ্বারপ্রান্তে থাকা কর্মসূচিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগেই ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়ার বিষয়টি কোনোমতেই মানা যায় না। এটি সরকারের সিদ্ধান্ত অগ্রাহ্য করার নামান্তর। তাই সরকারের উচিত এ ব্যাপারে তদন্ত করে নেপথ্য সহযোগীদের খুঁজে বের করা। স্থানীয়রা এও বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় দেশে করোনার টিকা গ্রামাঞ্চলেও ছড়িয়ে দেওয়া হচ্ছে। সরকার ৭ আগস্ট দেশজুড়ে গ্রামাঞ্চলে ব্যাপক আকারে করোনার টিকাদান কর্মসূচি শুরু করবে। এর আগেই পটিয়ায় ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু করায় টিকা নিয়ে নয়ছয় পটিয়ার জনগণ কোনোমতেই সহ্য করবে না। তা ছাড়া জনগণের করের টাকার টিকা নিয়ে অনিয়ম করার অধিকার জনগণ কাউকেই দেয়নি। তাই এ অনিয়মের সঙ্গে যুক্ত সবাইকেই যথাযথ শাস্তি দেওয়া উচিত। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘তদন্ত প্রতিবেদন সাপেক্ষে স্বাস্থ্য অধিদফতর রবিউলকে বরখাস্ত করেছে। তা ছাড়া তদন্ত প্রতিবেদনের অন্যান্য সুপারিশও বাস্তবায়ন করা হবে। আমরা চাই এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ প্রসঙ্গত, ৩০ ও ৩১ জুলাই হুইপ সামশুল হক চৌধুরীর বাড়ির পাশের ইউনিয়ন শোভনদন্ডীতে আরফা করিম উচ্চবিদ্যালয় ও শোভনদন্ডী স্কুল অ্যান্ড কলেজে আওয়ামী লীগের ব্যানারে হুইপপোষ্য কথিত ছাত্রলীগ নেতা ও মেডিকেল টেকনিশিয়ান রবিউল হোসেন অনুমোদন না নিয়েই একটি অস্থায়ী ক্যাম্প করে ২ হাজার ৬০০ জনকে করোনার টিকা দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর