বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

করোনা নিয়ন্ত্রণ করাই এখন মুখ্য বিষয়

নিজস্ব প্রতিবেদক

করোনা নিয়ন্ত্রণ করাই এখন মুখ্য বিষয়

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, এখন করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করাই মুখ্য বিষয়। গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। সরকার প্রদত্ত প্রণোদনার টাকা পুঁজিবাজারে গেছে কিনা- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ সময় বলেন, ‘প্রণোদনার টাকা শেয়ারবাজারে গেছে কি না, তা জানতে পারিনি। তবে অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে গেছে। প্রবাসী আয়ের একটি অংশও শেয়ারবাজারে বিনিয়োগ হয়েছে।’ বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) উল্লিখিত মহামারীর মধ্যে রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনার বিষয়ে ভাবনা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বৈধপথে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত থাকবে। কম বেশি হবে না। এটা আর বাড়ানো হবে না। ২ শতাংশ প্রণোদনা ঠিক আছে।’ রেমিট্যান্সের টাকা নজরদারিতে রাখার বিষয়ে সিপিডির বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সিপিডি তো বলেছে আসবেই না। আমরা চাচ্ছি, রেমিট্যান্সের টাকা বৈধ পথে আসুক। আগে বৈধ পথেও আসত, অন্যান্য পথেও আসত। এখন বৈধ পথে আসায় সিপিডির কোথায় আপত্তি আছে আমি জানি না।’ তিনি বলেন, রেমিট্যান্স ও রপ্তানি আয় কিছুটা কমেছে। তবে সামনে আবার বাাড়বে। সামষ্টিক অর্থনীতির প্রসঙ্গে তিনি বলেন, করোনার কারণে কিছুটা সমস্যা আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর