শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা
নারী পুলিশ কর্মকর্তাকে ধর্ষণ

এসপির বিরুদ্ধে এফআইআর গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের বিরুদ্ধে তারই সহকর্মী এক নারী পুলিশ পরিদর্শক আদালতে ধর্ষণের অভিযোগে মামলার আবেদন করেছিলেন। সেটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) হিসেবে গ্রহণ করেছে রাজধানীর উত্তরা পূর্ব থানা।

মামলায় অভিযোগ করা হয়েছে যে, দেশ-বিদেশের বিভিন্ন স্থানে পুলিশের ওই নারী কর্মকর্তাকে নিয়ে ২০১৯ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮ দিন ধর্ষণ করেছেন এসপি মোক্তার। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ অভিযোগটিকে মামলা  হিসেবে গ্রহণ করার আবেদন জানান ওই নারী পুলিশ কর্মকর্তা। বিকালে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে এসপি মোক্তার হোসেনের বিরুদ্ধে এফআইআর হিসেবে গ্রহণ করতে উত্তরা পূর্ব থানাকে নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ মোতাবেক রাতেই অভিযোগটিকে মামলা (নং-৭) হিসেবে গ্রহণ করে উত্তরা পূর্ব থানা পুলিশ। গতকাল উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজী জানান, তারা আদালতের নির্দেশের ডকেট হাতে পেয়ে সেটির এফআইআর গ্রহণ করেছেন। এখন যথাযথ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর