শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
পুলিশের মামলা

বরিশালে আওয়ামী লীগের ১২ নেতা কর্মীর জামিন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সদর উপজেলা পরিষদের আলোচিত ঘটনায় ইউএনও ও পুলিশের মামলায় কারান্তরীণ আওয়ামী লীগের ১২ নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেছে আদালত। বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ গতকাল উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ জানান, আদালত পৃথক মামলায় পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার আগ পর্যন্ত জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মাসউদ বাবলু ও সাবেক সভাপতি তালুকদার মো. ইউনুসের জিম্মায় ১০ হাজার টাকার বন্ডে ১২ আসামির জামিন মঞ্জুর করে। আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেন তিনি। গতকাল ইউএনওর মামলায় জামিনপ্রাপ্তরা হলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবু, মো. অলিউল্লাহ, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, রাকিবুল ইসলাম রাকিব, শুভ হাওলাদার, শুভ সাহা, সদর উপজেলার কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার বাবু, শাহিনুর ইসলাম শাহিন ও হারুনর রশিদ। পুলিশের মামলায় এ ১০ জন ছাড়াও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নগরের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়্যেদ আহমেদ মান্না এবং মিরাজ গাজী নামে দুজন জামিন পেয়েছেন। গত ১৮ আগস্ট রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরের অনাকাক্সিক্ষত ঘটনায় পরদিন ইউএনও এবং পুলিশ বাদী হয়ে সিটি মেয়র সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগের ৬০২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে। দুই মামলায় পুলিশ ২৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর