শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

রোহিঙ্গাদের ফেরাতে কমনওয়েলথের সহায়তা প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের ফেরাতে কমনওয়েলথের সহায়তা প্রত্যাশা

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) ফেরাতে কমনওয়েলথ নেতাদের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। একই সঙ্গে কমনওয়েলথের অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধি, টিকা সহায়তা ও জলবায়ু প্রভাব মোকাবিলায় কমনওয়েলথের প্রতি আহ্‌বান জানান তিনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।  কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল এক বৈঠকে অংশ নেন ড. এ কে আবদুল মোমেন। বৈঠকে কমনওয়েলথ নেতারা বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের আশ্রয় দেওয়ার সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় প্রত্যাবাসন এবং ভাসানচরে তাদের আংশিক স্থানান্তরের বিষয় তুলে ধরেন। তিনি রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার সরকারের প্রতিশ্রুতি পূরণে কমনওয়েলথ নেতাদের প্রতি আহ্‌বান জানান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর