শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সশরীরে পরীক্ষা নিচ্ছে বাউবি

গাজীপুর প্রতিনিধি

সশরীরে পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। সারা দেশে ৩ লাখ ৮৭ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী ৩২৩টি পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। ৮ জানুয়ারি ২০২২ এ পরীক্ষা শেষ হবে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষা-২০১৯ এর প্রথম দিনে গতকাল গুলশান কলেজ, ঢাকা, উত্তরা টাউন কলেজ, উত্তরা, ঢাকা এবং এ কে এম রহমতউল্লাহ কলেজ, বেরাইদ, বাড্ডা, ঢাকা পরীক্ষা কেন্দ্রসমূহে শুক্রবার প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু পরীক্ষা পরিদর্শন করেন।

কভিড-১৯ এর প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে ‘জিরো টলারেন্স’ নিয়ে পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্টদের প্রো-উপাচার্য (প্রশাসন) অনুরোধ জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর