জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কোনো গ্রাম আর অন্ধকারে নেই। সমগ্র বাংলাদেশের সব গ্রামে বিদ্যুতের সুবিধা বিস্তৃত করা হয়েছে। বিদ্যুৎ সংযোগের কারণে অন্য সব ক্ষেত্রে উন্নয়নের পথ সুগম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সবার সম্মিলিত প্রয়াস জরুরি। গতকাল রংপুর জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলোয় পীরগঞ্জ উপজেলায় ১ হাজার আসনবিশিষ্ট অডিটরিয়াম-কাম-মাল্টিপারপাস হলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী গ্রামে শহরের সব সুবিধা সম্প্রসারণে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন। পীরগঞ্জের সব ইউনিয়নের সুষম উন্নয়নে সরকার কাজ করছে। ইতিমধ্যে মেরিন একাডেমি, টেকনিক্যাল কলেজ, বঙ্গবন্ধু ম্যুরাল, মডেল মসজিদ, শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার, শহীদ মিনার, মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার ল্যাব ইত্যাদি উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্টেডিয়াম স্থাপনের কার্যক্রমের অংশ হিসেবে জায়গা চিহ্নিতকরণ হয়েছে। চার লেন রাস্তার কাজ চলমান। নীলদরিয়াকে পর্যটন কেন্দ্রে পরিণত করার কাজ চলমান। বড়বিলায় শিল্পনগরী স্থাপনের প্রস্তাব পাস হয়েছে। পীরগঞ্জকে আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে ব্যাপক কার্যক্রম সরকার বাস্তবায়ন করে চলেছে। স্পিকার বলেন, আধুনিক সব সুবিধা যুক্ত করে পীরগঞ্জ উপজেলায় অডিটরিয়াম-কাম-মাল্টিপারপাস হলের স্থাপন একটি যুগোপযোগী সিদ্ধান্ত। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে সভা-সেমিনার করার ক্ষেত্রে অডিটরিয়ামটি ভূমিকা রাখবে। জেলা পরিষদের মাধ্যমে ভে াবাড়ি ইউনিয়নে মাল্টিপারপাস মহিলা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন কার্যক্রম চলমান। এ সময় স্পিকার অডিটরিয়াম-কাম-মাল্টিপারপাস হলের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিয়া খানমের সভাপতিত্বে এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ ম ল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহিদুল ইসলাম পিন্টুসহ স্থানীয় আওয়ামী নেতারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স