জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কোনো গ্রাম আর অন্ধকারে নেই। সমগ্র বাংলাদেশের সব গ্রামে বিদ্যুতের সুবিধা বিস্তৃত করা হয়েছে। বিদ্যুৎ সংযোগের কারণে অন্য সব ক্ষেত্রে উন্নয়নের পথ সুগম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সবার সম্মিলিত প্রয়াস জরুরি। গতকাল রংপুর জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলোয় পীরগঞ্জ উপজেলায় ১ হাজার আসনবিশিষ্ট অডিটরিয়াম-কাম-মাল্টিপারপাস হলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী গ্রামে শহরের সব সুবিধা সম্প্রসারণে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন। পীরগঞ্জের সব ইউনিয়নের সুষম উন্নয়নে সরকার কাজ করছে। ইতিমধ্যে মেরিন একাডেমি, টেকনিক্যাল কলেজ, বঙ্গবন্ধু ম্যুরাল, মডেল মসজিদ, শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার, শহীদ মিনার, মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার ল্যাব ইত্যাদি উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্টেডিয়াম স্থাপনের কার্যক্রমের অংশ হিসেবে জায়গা চিহ্নিতকরণ হয়েছে। চার লেন রাস্তার কাজ চলমান। নীলদরিয়াকে পর্যটন কেন্দ্রে পরিণত করার কাজ চলমান। বড়বিলায় শিল্পনগরী স্থাপনের প্রস্তাব পাস হয়েছে। পীরগঞ্জকে আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে ব্যাপক কার্যক্রম সরকার বাস্তবায়ন করে চলেছে। স্পিকার বলেন, আধুনিক সব সুবিধা যুক্ত করে পীরগঞ্জ উপজেলায় অডিটরিয়াম-কাম-মাল্টিপারপাস হলের স্থাপন একটি যুগোপযোগী সিদ্ধান্ত। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে সভা-সেমিনার করার ক্ষেত্রে অডিটরিয়ামটি ভূমিকা রাখবে। জেলা পরিষদের মাধ্যমে ভে াবাড়ি ইউনিয়নে মাল্টিপারপাস মহিলা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন কার্যক্রম চলমান। এ সময় স্পিকার অডিটরিয়াম-কাম-মাল্টিপারপাস হলের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাফিয়া খানমের সভাপতিত্বে এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ ম ল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহিদুল ইসলাম পিন্টুসহ স্থানীয় আওয়ামী নেতারা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- বাংলাদেশে সফল নির্বাচন দেখতে চায় ইইউ
- দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ঐক্যের খোঁজে জাতি, অনৈক্যে বিপর্যয় অনিবার্য
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
দেশের কোনো গ্রাম আর অন্ধকারে নেই : স্পিকার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর