মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চিকিৎসায় নোবেল প্যাটাপোশিয়ান ও জুলিয়াসের

প্রতিদিন ডেস্ক

চিকিৎসায় নোবেল প্যাটাপোশিয়ান ও জুলিয়াসের

এ বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস ও লেবাননের আর্ডেন প্যাটাপোশিয়ান। তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য তাঁদের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার-২০২১ দেওয়া হয়েছে। গতকাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় এ পুরস্কার  ঘোষণা করা হয়। সূত্র : রয়টার্স, বিবিসি। অনুষ্ঠানে জানানো হয়, আগামী ডিসেম্বরে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কারের পদক, সনদ ও অর্থ। তবে করোনা মহামারীর কারণে এবার বিজয়ীরা নিজ নিজ দেশে বসেই পুরস্কার গ্রহণ করবেন। প্রসঙ্গত, চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য প্রতি বছরই নোবেল পুরস্কার দেওয়া হয়। এ পর্যন্ত ১১৩ জন চিকিৎসাবিজ্ঞানী চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার  পেয়েছেন। ১৮৯৫ সালে সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেল যে পাঁচটি ক্ষেত্রে পুরস্কার প্রদানের ব্যাপারে দলিলে উল্লেখ করে গিয়েছিলেন তার মধ্যে এটি অন্যতম। ১৯০১ সাল থেকে নিয়মিত এ পুরস্কারটি দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর