রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ইতিমধ্যে আমাদের ৬৫-৭০ শতাংশ শিক্ষার্থী টিকার আওতায় চলে এসেছে। আমরা চাই অন্তত ৮০ শতাংশ শিক্ষার্থী টিকা নিয়ে ক্যাম্পাসে আসুক, যাতে বাকি ২০ শতাংশ শিক্ষার্থীকে আলাদা করে রাখার মাধ্যমে টিকার ব্যবস্থা নিশ্চিত করতে পারি। আর যারা টিকা নিতে পারবে না তারা অন্তত রেজিস্ট্রেশন করুক। ক্যাম্পাসে আসার পর তাদের টিকার ব্যবস্থা আমরাই করব। কমপক্ষে এক ডোজ টিকা ছাড়া কোনো শিক্ষার্থী হলে উঠতে পারবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। উপাচার্য বলেন, এ মুহূর্তে ক্যাম্পাস খোলা আসলে একটা বড় চ্যালেঞ্জ। ক্যাম্পাস খোলার পর শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য দুটি অ্যাম্বুলেন্স, করোনা ডেস্ক, দুটি আলাদা করোনা বুথ, বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়মিত চিকিৎসক রাখার মাধ্যমে আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসা পরিচালনা করা হবে। সেখানে আলাদা ১২টি করোনা ডিটেকটটিভ বেড রাখারও ব্যবস্থা করা হচ্ছে। কভিড-১৯ সংক্রমণ হ্রাসের কাজ করার জন্য একটি কমিটি করা হয়েছে, তারা সার্বক্ষণিক সব বিষয় তদারক করবেন। সর্বোপরি শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আশা করছি কোনো ধরনের সমস্যা হবে না। গোলাম সাব্বির সাত্তার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও নিরাপত্তার বিষয়টি আপেক্ষিক হলেও বর্তমান পরিস্থিতিতে আমরা কিছুটা নিরাপদ মনে করছি। প্রথম দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় কাজ করেছে। বর্তমানে করোনা সংক্রমণের হার কম। যদি এটি বেড়ে যায় সে ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় হয়তো আবার কোনো ব্যবস্থা গ্রহণ করবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
শিক্ষাপ্রতিষ্ঠান কতটা নিরাপদ
অন্তত ৮০ শতাংশ শিক্ষার্থী টিকা নিয়ে ক্যাম্পাসে আসুক
-ড. গোলাম সাব্বির সাত্তার
মর্তুজা নুর, রাবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর