রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ইতিমধ্যে আমাদের ৬৫-৭০ শতাংশ শিক্ষার্থী টিকার আওতায় চলে এসেছে। আমরা চাই অন্তত ৮০ শতাংশ শিক্ষার্থী টিকা নিয়ে ক্যাম্পাসে আসুক, যাতে বাকি ২০ শতাংশ শিক্ষার্থীকে আলাদা করে রাখার মাধ্যমে টিকার ব্যবস্থা নিশ্চিত করতে পারি। আর যারা টিকা নিতে পারবে না তারা অন্তত রেজিস্ট্রেশন করুক। ক্যাম্পাসে আসার পর তাদের টিকার ব্যবস্থা আমরাই করব। কমপক্ষে এক ডোজ টিকা ছাড়া কোনো শিক্ষার্থী হলে উঠতে পারবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। উপাচার্য বলেন, এ মুহূর্তে ক্যাম্পাস খোলা আসলে একটা বড় চ্যালেঞ্জ। ক্যাম্পাস খোলার পর শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য দুটি অ্যাম্বুলেন্স, করোনা ডেস্ক, দুটি আলাদা করোনা বুথ, বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়মিত চিকিৎসক রাখার মাধ্যমে আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসা পরিচালনা করা হবে। সেখানে আলাদা ১২টি করোনা ডিটেকটটিভ বেড রাখারও ব্যবস্থা করা হচ্ছে। কভিড-১৯ সংক্রমণ হ্রাসের কাজ করার জন্য একটি কমিটি করা হয়েছে, তারা সার্বক্ষণিক সব বিষয় তদারক করবেন। সর্বোপরি শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আশা করছি কোনো ধরনের সমস্যা হবে না। গোলাম সাব্বির সাত্তার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ও নিরাপত্তার বিষয়টি আপেক্ষিক হলেও বর্তমান পরিস্থিতিতে আমরা কিছুটা নিরাপদ মনে করছি। প্রথম দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় কাজ করেছে। বর্তমানে করোনা সংক্রমণের হার কম। যদি এটি বেড়ে যায় সে ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় হয়তো আবার কোনো ব্যবস্থা গ্রহণ করবে।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
শিক্ষাপ্রতিষ্ঠান কতটা নিরাপদ
অন্তত ৮০ শতাংশ শিক্ষার্থী টিকা নিয়ে ক্যাম্পাসে আসুক
-ড. গোলাম সাব্বির সাত্তার
মর্তুজা নুর, রাবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর