মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

হিলি সীমান্তে ভারতীয় পিঁয়াজ কমছে দাম

দিনাজপুর ও হিলি প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্ধের শেষ দিনে রবিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এক দিনেই আমদানি হয়েছে ৪২ ট্রাকে ১ হাজার ১৪৪ টন পিঁয়াজ। এতে করে সরবরাহ বাড়ায় এক দিনের ব্যবধানেই পাইকারিতে পিঁয়াজের দাম কমেছে  কেজিতে ২ টাকা করে।

এর এক দিন আগেও বন্দরে প্রতি কেজি পিঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন কমে তা ৪৮ টাকায় নেমেছে। এদিকে হিলি বাজারে খুচরাতে দাম কমেছে কেজি প্রতি ৫ টাকার মতো।

হিলি বাজারে পিঁয়াজ কিনতে আসা শরিফুল ইসলাম গতকাল জানান, যেভাবে পিঁয়াজের দাম বাড়ছিল, তাতে চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভাবছিলাম পিঁয়াজ খাওয়া ছেড়ে দিতে হবে। কারণ যে পিঁয়াজ কয়েকদিন আগে ২৫ টাকা থেকে ৩০ টাকায় কিনেছি, সেই পিঁয়াজ বাড়তে বাড়তে ৫০ টাকায় উঠেছে। তবে এখন নামছে পিঁয়াজের দাম। নেমে এখন ৪৫ টাকা হয়েছে। তবে দাম যেন আগের মতো স্বাভাবিক হয়, সেই দাবি জানাচ্ছি।

হিলি বাজারের পিঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, ভারত থেকে পিঁয়াজ বেশি আসার কারণে দাম কমতে শুরু করেছে। পূজার বন্ধ শেষে বন্দর দিয়ে আবারও বেশি পিঁয়াজ আমদানি শুরু হলে দাম আরও কমবে। হিলি স্থলবন্দরের পিঁয়াজ ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, রবিবার বন্দর দিয়ে ৪২টি ট্রাকে ১ হাজার ১৪৪ টন পিঁয়াজ আমদানি হওয়ায়  দেশের বাজারে পিঁয়াজের সরবরাহ বেড়েছে। তাই দামও কমতির দিকে রয়েছে। মোকামে দেশীয় পিঁয়াজের দাম ছিল ২ হাজার ২০০ টাকা মণ, তা এখন কমে ১ হাজার ৮০০ টাকায় নেমে এসেছে। পূজার বন্ধের পরে বন্দর দিয়ে পিঁয়াজ আমদানি শুরু হলে দাম আরও কমে আসবে।

সর্বশেষ খবর