রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বৈশ্বিক আইনের শাসনে এক ধাপ এগোল বাংলাদেশ

প্রতিদিন ডেস্ক

বিশ্বে আইনের শাসন রয়েছে এমন ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১২৪তম। এক্ষেত্রে গত বছরের তুলনায় এক ধাপ এগোলেও সূচকের সামগ্রিক স্কোর কমে গেছে। গত বছর বৈশ্বিক আইনের শাসন সূচকে বাংলাদেশের স্কোর ছিল ০.৪১, এ বছর তা কমে দাঁড়িয়েছে ০.৪০-এ। সূত্র : ডব্লিউজেপি।

আন্তর্জাতিক নাগরিক সমাজ সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) ‘রুল অব ল ইনডেক্স ২০২১’-এ দক্ষিণ এশিয়ায় ছয়টি (ভুটান ও মালদ্বীপ  নেই) দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। ডব্লিউজেপির আইনের শাসন সূচকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে নেপাল। ০.৫২  স্কোর নিয়ে দেশটির অবস্থান বৈশ্বিকভাবে ৭০তম। এরপর ৭৬তম শ্রীলঙ্কা ও ভারত ৭৯তম অবস্থানে। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে তালিকার একেবারে নিচের দিকে ঠাঁই হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের। দেশটির দুটির অবস্থান যথাক্রমে ১৩০ ও ১৩৪তম।

সর্বশেষ খবর