সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কেবিনে স্থানান্তর করা হলো খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টায় তাকে কেবিনে নিয়ে আসা হয় বলে জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের সুপারিশে ম্যাডামকে রাত সাড়ে ৮টার দিকে সিসিইউ থেকে কেবিনে নিয়ে আসা হয়েছে। কেবিনে সিসিইউর সব সুবিধা রাখা হয়েছে এবং  সিসিইউর নার্সরা কেবিনে তার সেবায় নিয়োজিত থাকছেন।’ কেবিনে নিয়ে আসা হলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানান জাহিদ হোসেন। ২০২১ সালের ১৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। দীর্ঘ প্রায় দুই মাস সিসিইউতে থাকার পর তাকে কেবিনে নেওয়া হলো। গত ২৮ নভেম্বর খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্যরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। তার রক্তক্ষরণ হচ্ছে। তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া দরকার। এক সপ্তাহ আগে জানা গেছে, তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে।

সর্বশেষ খবর