শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বর্তমান সরকার ওয়ান-ইলেভেনের বেনিফিশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকার ওয়ান-ইলেভেনের বেনিফিশিয়ারি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমান সরকার ওয়ান-ইলেভেনের সরাসরি বেনিফিশিয়ারি। আজকের প্রধানমন্ত্রী সেদিন স্পষ্ট করেই বলেছিলেন- ‘ওয়ান-ইলেভেন’ তাদের আন্দোলনের ফসল। তবে সময়ের পরিক্রমায় জনগণের কাছে আজ এটি স্পষ্ট যে, কথিত ‘ওয়ান-ইলেভেন’ ছিল মূলত বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার একটি সুগভীর চক্রান্ত। গতকাল রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। রিজভী বলেন, ওয়ান ইলেভেনের মূল লক্ষ্য ছিল দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করা। দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে নির্মূল করতে দীর্ঘ দিনের দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্তের নীলনকশা বাস্তবায়ন করেছিল মইনুদ্দিন-ফখরুদ্দীনের অসাংবিধানিক সরকার। তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বহুসংখ্যক রাজনৈতিক নেতাকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করা হয়। সে সময় বিরাজনীতিকীকরণের যে তান্ডব চালানো হয়, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন খালেদা জিয়া, তারেক রহমান ও তার পরিবার। তিনি বলেন, দুই বছরে দেশকে ছিন্নভিন্ন করে ১/১১ এর বেআইনি সরকার পরিকল্পিতভাবে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিয়েছিল। গণতন্ত্র হত্যা ও মানুষের অধিকার হরণ করে দেশকে নিক্ষেপ করেছিল অন্ধকার গহ্বরে। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, মীর সরাফত আলী সপু, আবদুস সালাম আজাদ, মুহাম্মদ মুনির হোসেন, আবেদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর