শনিবার, ৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

প্রেমিককে ভিডিওতে রেখে আত্মহত্যা এরশাদ শিকদারের মেয়ের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানের শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারের ৯ তলা থেকে জান্নাতুল নওরীন এশার (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এশার পরিবার ও পুলিশ বলছে, প্রেমঘটিত কারণে দুই হাত ব্লেড দিয়ে কেটে ও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন এশা। একসময়ের খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের মেয়ে এশা। তার মা সানজিদা আক্তার শোভা এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী। এশার মায়ের দাবি, প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে  এশা। এশার ফুফাতো ভাই সাদিকুল আলম রুশো জানান, এশা ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের ৯/সি/২ নম্বর ফ্ল্যাটে মা সানজিদা আক্তার শোভার সঙ্গে থাকতেন। প্লাবন ঘোষ নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। রাতে মায়ের সঙ্গে খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়ে পড়েন এশা। ভোরে এশার মা তাকে অনেক ডাকাডাকি করেন। কিন্তু দরজা খুলছিলেন না। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো এশাকে দেখতে পান। তার দুই হাত ধারালো ব্লেড দিয়ে কাটা ছিল। এশার মা সানজিদা আক্তার শোভা জানান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের মালিকের ছেলে প্লাবন ঘোষের সঙ্গে এশার দীর্ঘ আট মাস সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাত ৯টায় এশা বলে, প্লাবন নিচে এসেছে। এ বলেই সে বাইরে চলে যায়। শুনেছি প্লাবনের কলাবাগানের বাসায় এশা গিয়েছিল এবং ওই এলাকায় ঘোরাঘুরিও করে। প্লাবনের সঙ্গে এশার হাতাহাতি ও ঝগড়াঝাঁটি হয়েছিল বলে জানতে পেরেছি। রাত ৩টার দিকে প্লাবন গাড়ি দিয়ে বাসার নিচে এশাকে নামিয়ে দিয়ে যায়। বাসায় এসে এশা তার রুমের দরজা বন্ধ করে দেয়।

পরে ভিডিও কলে প্লাবনের সঙ্গে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তার দরজা নক করে কোনো সাড়াশব্দ না পেয়ে বাসার নিরাপত্তাকর্মীর সহযোগিতায় দরজা ভেঙে দেখি, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। তাদের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার মজিদ সরণি রোড এলাকায়। খুলনার গোয়ালখালি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এশার মায়ের দাবি, প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে এশা। প্লাবনের কারণেই আমার মেয়ে আত্মহত্যা করেছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি এশার এক বান্ধবী ভোরে বাসায় এসে এশার মাকে ঘুম থেকে জাগিয়ে তুলে বলেন- এশা আত্মহত্যা করে থাকতে পারে, তার রুমে চলেন। তখন তারা এশাকে ডাকাডাকি করেও সাড়াশব্দ পাচ্ছিলেন না। একপর্যায়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে এশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। যে যুবকের সঙ্গে এশার প্রেমের সম্পর্ক ছিল সে যুবক কিংবা তার পরিবারের কেউ এশার বান্ধবীকে নক করে এবং এশা আত্মহত্যা করে থাকতে পারে বলে জানায়। তখনই এশার বাসায় ছুটে আসে তার বান্ধবী। এরশাদ শিকদার ও শোভা দম্পতির একমাত্র মেয়ে ছিলেন এশা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ থাকলে ওই যুবককে আইনের আওতায় আনা হবে। প্রসঙ্গত, খুলনার অপরাধ জগতের ত্রাস ও সিরিয়াল কিলার এরশাদ শিকদার ১৯৯৯ সালে গ্রেফতার হন। তার নামে ৪৩টি মামলা বিচারাধীন ছিল। এর অধিকাংশই হত্যা মামলা। ২০০৪ সালের ১০ মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। এরশাদ শিকদারের ফাঁসির পর শোভাকে এরশাদ শিকদারের বাড়ি স্বর্ণকমল থেকে বের করে দেন প্রথম স্ত্রী ও অন্যরা। এরপর তিনি খুলনায় কিছুদিন পারলার ব্যবসা করেন। তারপর ঢাকায় চলে আসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর