মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়া

প্রতিদিন ডেস্ক

যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়া

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে ইউক্রেনে হামলার প্রতিবাদে যুদ্ধবিরোধী বিক্ষোভ চলছে রাশিয়াতেই। বিক্ষোভের ওপর নানারকম বিধিনিষেধ আরোপ করা হলেও দেশটিতে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাশিয়াজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ কর্মসূচি থেকে ৪ হাজার ৩০০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মস্কো থেকেই আটক করা হয়েছে ১ হাজার ৭০০ ব্যক্তিকে। ওভিডি-ইনফো নামে একটি মানবাধিকার সংস্থা বলছে, মোট ৫৩টি শহর থেকে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। হামলা শুরুর পর থেকে ১১ দিনে ১০ হাজারের মতো রাশিয়ানকে আটক করা হয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, আমরা ব্যাপক প্রতিবাদ দেখতে পাচ্ছি, এমনকি সাইবেরিয়ার শহরগুলোতেও, যেখানে এত বেশি সংখ্যক মানুষকে আটকের ঘটনা খুবই বিরল। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর কারাগার থেকে বিরোধী নেতা আলেক্সি নাভালনি জনগণকে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানান। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, যুদ্ধের কারণে ইউক্রেনের ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সর্বশেষ খবর