রাজধানীর সবুজবাগে বাসায় ঢুকে তানিয়া আফরোজ (২৭) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার বিকালে বেগুনবাড়ীর মাস্টার বাড়ির মজিবুরের বাড়ির দ্বিতীয় তলায় খুনের ঘটনা ঘটে। গতকাল এ ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি বাপ্পীসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে সবুজবাগ থানায় মামলা করেন নিহতের স্বামী মো. ময়নুল ইসলাম। লুটপাটের জন্যই এ হত্যাকান্ড বলে ধারণা করছে পুলিশ। গতকাল পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। মামলার সূত্রে জানা গেছে, নিহতের স্বামী ময়নুল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে চাকরি করতেন। এ জন্য স্ত্রী তানিয়া, চার বছর বয়সী মেয়ে মোসা. মায়মুনা জাহান ও ১০ মাস বয়সী ছেলে তানভীরুল ইসলামকে নিয়ে বেগুনবাড়ীতে থাকতেন। সম্প্রতি মুগদা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেলে ময়নুলের বদলি হয়। ময়নুলের বাসার এয়ারকন্ডিশন (এসি) মিস্ত্রি বাপ্পীসহ একজন সার্ভিসিং করে। শনিবার বিকালে ফরিদপুরে অবস্থান করা ময়নুলকে ফোন করে তানিয়া জানায়, পূর্বে যারা এসি ঠিক করেছে তারা আবার বাসায় এসেছে। তানিয়ার ফোনে এসি মিস্ত্রি বাপ্পীর সঙ্গেও কথা বলেন ময়নুল। তাদেরকে এসি ঠিক করতে নিষেধ করে ফোন কেটে দেন ময়নুল। বিকালে ময়নুল জানতে পারেন তার ছেলে মুগদা হাসপাতালে ভর্তি। পরে তিনি স্ত্রী তানিয়াকে ফোন দিয়ে তার নম্বর বন্ধ পান। পরে বাসার মালিক মজিবুরকে ফোন দিলে তানিয়াকে খুনের বিষয়টি জানতে পারি। নিহতের স্বামী মো. ময়নুল ইসলাম জানান, আমার স্ত্রী তানিয়ার শরীরের একাধিক স্থানে জখম করা হয়েছে। দুর্বৃত্তরা আমার ছেলে ও মেয়েকে মুখে স্কসটেপ দিয়ে পেঁচিয়ে রেখেছিল। দুর্বৃত্তরা আমার বাসা থেকে স্ত্রী তানিয়ার দুটি মোবাইল সেট, ১৫ হাজার টাকা, ৪ ভরি ওজনের সোনার চেইন, হাতের বালা ও কানের দুল নিয়ে গেছে। গতকাল তানিয়ার বাড়ি রংপুরের পীরগঞ্জে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল বাশার জানান, তানিয়া আফরোজ হত্যায় উল্লেখ করার মতো কোনো অগ্রগতি হয়নি। আমরা অধিক গুরুত্ব দিয়ে মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছি। আশা করছি, দ্রুতই আসামি শনাক্ত করা সম্ভব হবে। মামলার তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, লুটপাটের উদ্দেশ্যেই তানিয়াকে হত্যা করা হতে পারে। আসামি গ্রেফতার হলে হত্যার নেপথ্যের কারণ জানা যাবে।
শিরোনাম
- তারেক রহমানের হাত ধরে দেশে কৃষি ও অর্থনৈতিক বিপ্লব ঘটবে: তৃপ্তি
- নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতাদের মিলনমেলা
- রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার
- চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ
- লক্ষ্মীপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
- গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার : আসিফ নজরুল
- বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
- পাইপ বোরিং করতে গিয়ে বের হচ্ছে গ্যাস, রান্না করছেন অনেকে
- বাসে ছিল ২৩৪টি স্মার্টফোন, ২০ জনের প্রাণহানিতে থাকতে পারে ব্যাটারি বিস্ফোরণের প্রভাব
- নভেম্বরের মধ্যে গণভোট করে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : মামুনুল হক
- ‘৩১ দফা নারীর ক্ষমতায়ন ও সমান অধিকার নিশ্চিত করার এক নতুন অঙ্গীকার’
- জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী : প্রাণিসম্পদ উপদেষ্টা
- ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সব সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় সেমিনার
- রংপুর চিড়িয়াখানায় মিনি ট্রেনের চাপায় শিশুর মৃত্যু
- জায়মা রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প
- মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য এমআইএস সফটওয়্যারে সংরক্ষণের নির্দেশ
- দেশের সব ক্রান্তিকালে জিয়া পরিবার হাল ধরেছে : আমান
- কুড়িগ্রামে অভিযানে যাওয়া পুলিশের ওপর হামলা, আহত ৬
- দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন : মাসুদ সাঈদী
হঠাৎ অবনতি আইনশৃঙ্খলার
লুটপাটের জন্যই তানিয়াকে হত্যা ধারণা পুলিশের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর