রাজধানীর সবুজবাগে বাসায় ঢুকে তানিয়া আফরোজ (২৭) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার বিকালে বেগুনবাড়ীর মাস্টার বাড়ির মজিবুরের বাড়ির দ্বিতীয় তলায় খুনের ঘটনা ঘটে। গতকাল এ ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি বাপ্পীসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে সবুজবাগ থানায় মামলা করেন নিহতের স্বামী মো. ময়নুল ইসলাম। লুটপাটের জন্যই এ হত্যাকান্ড বলে ধারণা করছে পুলিশ। গতকাল পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। মামলার সূত্রে জানা গেছে, নিহতের স্বামী ময়নুল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে চাকরি করতেন। এ জন্য স্ত্রী তানিয়া, চার বছর বয়সী মেয়ে মোসা. মায়মুনা জাহান ও ১০ মাস বয়সী ছেলে তানভীরুল ইসলামকে নিয়ে বেগুনবাড়ীতে থাকতেন। সম্প্রতি মুগদা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেলে ময়নুলের বদলি হয়। ময়নুলের বাসার এয়ারকন্ডিশন (এসি) মিস্ত্রি বাপ্পীসহ একজন সার্ভিসিং করে। শনিবার বিকালে ফরিদপুরে অবস্থান করা ময়নুলকে ফোন করে তানিয়া জানায়, পূর্বে যারা এসি ঠিক করেছে তারা আবার বাসায় এসেছে। তানিয়ার ফোনে এসি মিস্ত্রি বাপ্পীর সঙ্গেও কথা বলেন ময়নুল। তাদেরকে এসি ঠিক করতে নিষেধ করে ফোন কেটে দেন ময়নুল। বিকালে ময়নুল জানতে পারেন তার ছেলে মুগদা হাসপাতালে ভর্তি। পরে তিনি স্ত্রী তানিয়াকে ফোন দিয়ে তার নম্বর বন্ধ পান। পরে বাসার মালিক মজিবুরকে ফোন দিলে তানিয়াকে খুনের বিষয়টি জানতে পারি। নিহতের স্বামী মো. ময়নুল ইসলাম জানান, আমার স্ত্রী তানিয়ার শরীরের একাধিক স্থানে জখম করা হয়েছে। দুর্বৃত্তরা আমার ছেলে ও মেয়েকে মুখে স্কসটেপ দিয়ে পেঁচিয়ে রেখেছিল। দুর্বৃত্তরা আমার বাসা থেকে স্ত্রী তানিয়ার দুটি মোবাইল সেট, ১৫ হাজার টাকা, ৪ ভরি ওজনের সোনার চেইন, হাতের বালা ও কানের দুল নিয়ে গেছে। গতকাল তানিয়ার বাড়ি রংপুরের পীরগঞ্জে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল বাশার জানান, তানিয়া আফরোজ হত্যায় উল্লেখ করার মতো কোনো অগ্রগতি হয়নি। আমরা অধিক গুরুত্ব দিয়ে মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছি। আশা করছি, দ্রুতই আসামি শনাক্ত করা সম্ভব হবে। মামলার তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, লুটপাটের উদ্দেশ্যেই তানিয়াকে হত্যা করা হতে পারে। আসামি গ্রেফতার হলে হত্যার নেপথ্যের কারণ জানা যাবে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ