শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তিনি নিউমার্কেট থানা বিএনপির সভাপতি। শুক্রবার সন্ধ্যায় নিজ বাসা থেকে মকবুলকে গ্রেফতার করা হয়। গতকাল তার রিমান্ড ও জামিন আবেদনের শুনানি শেষে বেলা আড়াইটার দিকে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ রিমান্ড আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী হেমায়েতউদ্দীন হিরন। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী ইকবাল হোসেন। মকবুল ছাড়াও সংঘর্ষের ঘটনায় আর কেউ চিহ্নিত হয়েছে কি না, এমন বিষয়ে জানতে যোগাযোগ করা হয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, এখন পর্যন্ত মকবুলই গ্রেফতার। নতুন কেউ চিহ্নিত কিংবা গ্রেফতার হয়নি। অস্ত্র হাতে যারা, তাদের হেলমেটের কারণে চেনা যাচ্ছে না। তদন্তে অসংখ্য ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। কোথাও কোথাও ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। সূত্র জানায়, নিউমার্কেট এলাকায় দোকান মালিক ও কর্মীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় শতাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরা, ব্যক্তিগত মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ সংগ্রহের পর বিশ্লেষণ চলছে। গত ১৮ এপ্রিল রাত ১২টার দিকে নিউমার্কেট ব্যবসায়ী-কর্মী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রথমে সংঘর্ষে জড়ায়। নিউমার্কেটে পাশাপাশি অবস্থান করা দুটি খাবারের দোকানে টেবিল বসানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সূত্রপাত। একপর্যায়ে তা বিশাল আকার ধারণ করে। পরদিন ব্যবসায়ী ও দোকান কর্মচারী এবং শিক্ষার্থীরা দিনভর সংঘর্ষে লিপ্ত থাকে। এ ঘটনায় এখন পর্যন্ত নাহিদ হোসেন ও মোহাম্মদ মুরসালিন নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা দুটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সংঘর্ষের সময় বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র নিয়ে হেলমেট পরা কিছু যুবককে দেখা গেছে। গণমাধ্যমে সেসব ছবিও বের হয়েছে। এমনকি কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদের ওপর আক্রমণেও হেলমেটধারীদের দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। এদিকে আদালত সূত্র জানায়, গতকাল বেলা ১টায় নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) হালদার বিএনপি নেতা মকবুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে তার পক্ষে এ সময় রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া, হামলা ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা করে পুলিশ। এ মামলায় মকবুল ১ নম্বর আসামি।
শিরোনাম
- নির্বাচন কমিশনের সামনে ‘ককটেল বিস্ফোরণ’, যুবক আটক
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পাবনায় ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ৩, বিক্ষুব্ধ এলাকাবাসী
- তারেক রহমানের হাত ধরে দেশে কৃষি ও অর্থনৈতিক বিপ্লব ঘটবে: তৃপ্তি
- নারায়ণগঞ্জে সাবেক যুবদল নেতাদের মিলনমেলা
- রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার
- চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ
- লক্ষ্মীপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
- গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার : আসিফ নজরুল
- বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
- পাইপ বোরিং করতে গিয়ে বের হচ্ছে গ্যাস, রান্না করছেন অনেকে
- বাসে ছিল ২৩৪টি স্মার্টফোন, ২০ জনের প্রাণহানিতে থাকতে পারে ব্যাটারি বিস্ফোরণের প্রভাব
- নভেম্বরের মধ্যে গণভোট করে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে : মামুনুল হক
- ‘৩১ দফা নারীর ক্ষমতায়ন ও সমান অধিকার নিশ্চিত করার এক নতুন অঙ্গীকার’
- জাতীয় চিড়িয়াখানায় আসছে নতুন প্রাণী : প্রাণিসম্পদ উপদেষ্টা
- ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সব সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় সেমিনার
- রংপুর চিড়িয়াখানায় মিনি ট্রেনের চাপায় শিশুর মৃত্যু
- জায়মা রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প
নিউমার্কেটে সংঘর্ষ
বিএনপি নেতা তিন দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বাসে ছিল ২৩৪টি স্মার্টফোন, ২০ জনের প্রাণহানিতে থাকতে পারে ব্যাটারি বিস্ফোরণের প্রভাব
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
‘ইসলামোফোবিয়ার’ বিরুদ্ধে দাঁড়াতে নিজের মুসলিম পরিচয়ে দৃঢ় অবস্থান মামদানির
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম