শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তিনি নিউমার্কেট থানা বিএনপির সভাপতি। শুক্রবার সন্ধ্যায় নিজ বাসা থেকে মকবুলকে গ্রেফতার করা হয়। গতকাল তার রিমান্ড ও জামিন আবেদনের শুনানি শেষে বেলা আড়াইটার দিকে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ রিমান্ড আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী হেমায়েতউদ্দীন হিরন। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী ইকবাল হোসেন। মকবুল ছাড়াও সংঘর্ষের ঘটনায় আর কেউ চিহ্নিত হয়েছে কি না, এমন বিষয়ে জানতে যোগাযোগ করা হয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, এখন পর্যন্ত মকবুলই গ্রেফতার। নতুন কেউ চিহ্নিত কিংবা গ্রেফতার হয়নি। অস্ত্র হাতে যারা, তাদের হেলমেটের কারণে চেনা যাচ্ছে না। তদন্তে অসংখ্য ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। কোথাও কোথাও ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। সূত্র জানায়, নিউমার্কেট এলাকায় দোকান মালিক ও কর্মীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় শতাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সিসিটিভি ক্যামেরা, ব্যক্তিগত মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ সংগ্রহের পর বিশ্লেষণ চলছে। গত ১৮ এপ্রিল রাত ১২টার দিকে নিউমার্কেট ব্যবসায়ী-কর্মী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রথমে সংঘর্ষে জড়ায়। নিউমার্কেটে পাশাপাশি অবস্থান করা দুটি খাবারের দোকানে টেবিল বসানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সূত্রপাত। একপর্যায়ে তা বিশাল আকার ধারণ করে। পরদিন ব্যবসায়ী ও দোকান কর্মচারী এবং শিক্ষার্থীরা দিনভর সংঘর্ষে লিপ্ত থাকে। এ ঘটনায় এখন পর্যন্ত নাহিদ হোসেন ও মোহাম্মদ মুরসালিন নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা দুটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তবে সংঘর্ষের সময় বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র নিয়ে হেলমেট পরা কিছু যুবককে দেখা গেছে। গণমাধ্যমে সেসব ছবিও বের হয়েছে। এমনকি কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদের ওপর আক্রমণেও হেলমেটধারীদের দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। এদিকে আদালত সূত্র জানায়, গতকাল বেলা ১টায় নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) হালদার বিএনপি নেতা মকবুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে তার পক্ষে এ সময় রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়া, হামলা ও ভাঙচুরের অভিযোগে একটি মামলা করে পুলিশ। এ মামলায় মকবুল ১ নম্বর আসামি।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
নিউমার্কেটে সংঘর্ষ
বিএনপি নেতা তিন দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর