শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নাহিদ হত্যায় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেটে দোকানকর্মীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের সময় নিহত হন কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ হোসেন। তাকে হত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর নাহিদ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। মহানগর হাকিম শান্তা আক্তার শুনানি শেষে দুই দিন মঞ্জুর করেন। এদিকে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদের সংঘর্ষের ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে গ্রেফতার নিউমার্কেট থানা বিএনপি নেতা মকবুল হোসেন সরদারের জামিন নাকচ করে দিয়েছে আদালত। এর আগে গতকাল বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতারের বিষয়টি জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার। সংবাদ সম্মেলনে জানানো হয়- গ্রেফতার শিক্ষার্থীদের মধ্যে আছেন ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের আবদুল কাইয়ুম (২৪), সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের পলাশ মিয়া (২৪) ও মাহমুদ ইরফান (২৪), বাংলা বিভাগের ফয়সাল (২৪), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের জুনায়েদ বুগদাদী (১৯)। গত কয়েক দিনে বিভিন্ন ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর তাদের শনাক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের দোকানকর্মীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। পরদিন মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক মানুষ আহত হন। কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। ইটের আঘাতে আহত হন মুরসালিন নামে আরেক দোকানকর্মী। পরে দুজনই হাসপাতালে মারা যান। ওই ঘটনায় এ পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। দুজনের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে দুটি হত্যা মামলা করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় আলাদা দুটি মামলা করেছে পুলিশ। আরেকটি মামলা করেছেন সংঘর্ষের দিন ভাঙচুর হওয়া অ্যাম্বুলেন্সের মালিক। এর মধ্যে হত্যা মামলা দুটির তদন্ত করছে ডিবি পুলিশ। বাকি তিন মামলায় নিউমার্কেট থানা পুলিশ তদন্ত করছে। অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘সংঘর্ষের ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলার তদন্ত করছিলাম আমরা। এ হত্যার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রত্যক্ষভাবে ও সশস্ত্রভাবে হামলার অগ্রভাগে অংশ নেন। আর নিহত নাহিদ হোসেন সংঘর্ষের সময় দোকানের কর্মচারীদের সঙ্গে ছিলেন। তিনি ছাতা নিয়ে এগোচ্ছিলেন, যাতে ইটপাটকেল না লাগে। একসময় নাহিদ দেখতে পান তার পেছনে থাকা লোকজন চলে গেছে। তিনি একা হয়ে পড়েন। এ সময় ঢাকা কলেজের ছাত্ররা তার ওপর হামলা চালান। নাহিদকে কুপিয়ে জখম করার একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ইতোমধ্যে। নাহিদকে কুপিয়ে জখমের সঙ্গে বাসার ইমন নামে একজন জড়িত বলে ধারণা করা হচ্ছে। ছবিতে যাকে কোপাতে দেখা গেছে তিনি ইমন কি না তা আমরা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। তাকে গ্রেফতারের পর আমরা তার পরিচয় জানাতে পারব।’ তিনি বলেন, ‘মারা যাওয়া অন্য ব্যক্তি মুরসালিনকে কে হত্যা করেছে তা জানা যায়নি। তবে তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। আর বারবারই বলা হচ্ছে হেলমেট বাহিনী, হেলমেট বাহিনী। আমি গ্রেফতার ব্যক্তিদের হেলমেটের বিষয়টা জিজ্ঞাসা করেছি। হেলমেটের বিষয়টা হচ্ছে এমন যে ঢাকা কলেজের অনেক ছাত্রই মোটরসাইকেল ব্যবহার করেন। তারা ওই মোটরসাইকেলের হেলমেট ব্যবহার করে ফ্রন্টলাইনে যাচ্ছিলেন নিজেদের রক্ষা করার জন্য। আর কলেজের ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখান থেকেই তারা ইটের টুকরার জোগান পান, যা ভবনের ছাদ থেকে ক্রমাগত নিক্ষেপ করা হচ্ছিল।’ গ্রেফতার পাঁচজনের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না জানতে চাইলে এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘আমরা তাদের জিজ্ঞাসা করেছি। তারা বলেছেন সেখানে ছাত্রলীগের কোনো কমিটিই নেই। এখানে বিপুলসংখ্যক ছাত্র জড়িয়ে গেছেন ঘটনার সঙ্গে। সুতরাং এখন ঢালাওভাবে একটা দলের কথা বলা যাবে না। নাহিদকে হত্যার ঘটনায় কার কী ভূমিকা ছিল তা রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।’ এদিকে আদালতসূত্র জানিয়েছেন, বিএনপি নেতা মকবুলের জামিন আবেদন নাকচ করেছেন ঢাকা মহানগর হাকিম বেগম শান্তা আক্তার। এর আগে শনিবার দুপুরে রিমান্ড ও জামিন আবেদনের শুনানির পর ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এরপর বুধবার আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় প্রধান আসামি বিএনপির নিউমার্কেট থানার সাবেক সভাপতি মকবুল হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সর্বশেষ খবর