রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে

নিজস্ব প্রতিবেদক

কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে

জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সব ক্ষেত্রে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রাজনীতিবিদদের কোনো কর্তৃত্ব নেই। বর্তমানে দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই। কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা আছে। তিনি বলেন, ইতোমধ্যে সরকারপ্রধান ঘোষণা করেছেন আগামী জাতীয় নির্বাচন হবে ইভিএমে। সব আসনে ইভিএমে ভোট গ্রহণ না করলেও যেসব আসনে সরকারদলীয় প্রার্থীরা প্রকাশ্যে প্রভাব বিস্তার করতে পারবে না সেখানে হয়তো ইভিএমে ভোট গ্রহণ চলবে। জাতীয় পার্টি প্রহসনের নির্বাচন চায় না। গতকাল পার্টির বনানী কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মানুষ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমিন সুলতানা তুলির নেতৃত্বে একদল নারী উদ্যোক্তার জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন জি এম কাদের। জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ ও বিএনপির আদর্শগত পার্থক্য থাকলেও চরিত্রগত কোনো পার্থক্য নেই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

 

সর্বশেষ খবর