শিরোনাম
মঙ্গলবার, ২৪ মে, ২০২২ ০০:০০ টা

শেয়ারবাজার ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

আগের দিন বড় ধরনের দরপতনের পর ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে শেয়ারবাজার। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে প্রায় ২ শতাংশ। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯০ শতাংশ প্রতিষ্ঠানের। তবে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। এর আগে টানা আট দিন দরপতন হয়েছে শেয়ারবাজারে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

আট দিনের দরপতনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ৫৫৫ পয়েন্ট। এমন দরপতন ঠেকাতে মার্জিন ঋণের হার বৃদ্ধি করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগে বিনিয়োগকারীরা তাদের নিজস্ব তহবিলের ৮০ শতাংশের সমপরিমাণ অর্থ মার্জিন ঋণ নিতে পারতেন। বিএসইসির নতুন নির্দেশনার ফলে তাঁরা তাঁদের নিজস্ব তহবিলের সমপরিমাণ মার্জিন ঋণ নিতে পারবেন। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১৮ পয়েন্ট বা ১ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৬২৬১ পয়েন্টে উঠে এসেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৯০ শতংশ বা ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ১৯টির। আর ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৫৮ কোটি ৯৩ লাখ টাকা। আগের দিন হয় ৬৮২ কোটি ২১ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২৩ কোটি ২৮ লাখ টাকা। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৪৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫ টাকা ২০ পয়সা বেড়ে ১৩১ টাকা ১০ পয়সায় লেনদেন শেষ হয়েছে বেক্সিমকো লিমিটেডের। দ্বিতীয় শীর্ষে থাকা শাইনপুকুর সিরামিকের ৩৮ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩২২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৪ কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৪ প্রতিষ্ঠানের মধ্যে ২০৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫১টির এবং ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর