খেলাপি ঋণ আদায়ে জোর আইনি তৎপরতা চালাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যতম বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড। ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী খেলাপি গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায়ে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে ব্যাংকটি। ব্যাংকের মামলায় মতিঝিল করপোরেট শাখার গোল্ডেন রি রোলিং মিলস লিমিটেডের খেলাপি গ্রাহক মো. আবুল হোসেনকে ঋণ অনাদায়ে গত শুক্রবার রাজধানীর গুলশানের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জনতা ব্যাংক সূত্রে জানা গেছে, মো. আবুল হোসেন ও মো. মোফাজ্জল হোসেন নিজ প্রতিষ্ঠান গোল্ডেন রি রোলিং মিলস লিমিটেডের নামে জনতা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে ২ কোটি ৪৮ লাখ টাকা ঋণ নেন। পরবর্তীতে ব্যাংকের এ গ্রাহক দীর্ঘদিন ধরে ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ না করায় সুদাসলে ঋণের স্থিতি ৬ কোটি ৫০ লাখ টাকায় দাঁড়ায়। ব্যাংক থেকে বারবার তাগাদা দেওয়ার পরও তারা ঋণ পরিশোধ করেননি। এ ব্যাপারে অর্থঋণ আদালতে মামলা (নম্বর ১৮০/১৭) করা হয়। আদালত ঋণ আদায়ে গ্রাহকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ প্রেক্ষিতে গত শুক্রবার গুলশান থানা অভিযান চালিয়ে খেলাপি আসামি আবুল হোসেনকে গ্রেফতার করে। এ মামলার আরেক খেলাপি আসামি মোফাজ্জল হোসেনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। জনতা ব্যাংকের খেলাপি এ দুই আসামি সাগর স্টিল মিলস, নিশান স্টিল মিলস ও উদয়ন এন্টারপ্রাইজের নামেও মতিঝিল করপোরেট শাখা থেকে ঋণ নেন। পরবর্তীতে এসব ঋণও খেলাপিতে পরিণত হয়। এ দুই খেলাপির কাছে ব্যাংকটির মতিঝিল করপোরেট শাখায় সর্বমোট ৮ কোটি ৯০ লাখ টাকা পাওনা রয়েছে।
শিরোনাম
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
জনতা ব্যাংকের ঋণখেলাপি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর