শিরোনাম
শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা
সাভারে শিক্ষক হত্যা

পুলিশি নিরাপত্তায় স্কুল খুলছে আজ বহিষ্কার জিতু

সাভার (ঢাকা) প্রতিনিধি

আলোচিত শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রধান আসামি আশরাফুল আহসান জিতুকে স্কুল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গতকাল বেলা ১১টার দিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন হাজি ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।

অধ্যক্ষ বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও কলেজের শৃঙ্খলা কমিটির সদস্য উৎপল কুমার সরকার হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি জিতুকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার পরই আমরা তাকে স্কুল থেকে বহিষ্কার করি। এ ঘটনায় আমরা জিতুর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

এদিকে    শিক্ষক উৎপল কুমার হত্যাকাণ্ডের প্রতিবাদে বন্ধ থাকা আশুলিয়ার হাজি ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে পুলিশ পাহারায় আজ শনিবার থেকে ক্লাস শুরু হওয়ার কথা। গতকাল বেলা সাড়ে ১১টায় আশুলিয়ার চিত্রশাইলে হাজি ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

সর্বশেষ খবর