শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

করোনায় আরও পাঁচজনের মৃত্যু শনাক্ত ১৮৯৭

নিজস্ব প্রতিবেদক

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যা গত ১৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। পাঁচজনই মারা গেছেন ঢাকায়। গত ১১ মার্চের পর থেকে এক দিনে চারজনের বেশি মৃত্যু হয়নি কখনো। মাঝে টানা ২০ দিন কভিডে মৃত্যুহীনও ছিল বাংলাদেশ। জুনের শুরু থেকে সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বাড়তে শুরু করেছে। ঢাকার বাইরেও অনেক স্থানে দ্রুত বাড়ছে সংক্রমণ। বরিশাল বিভাগে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৯ শতাংশে, যা জেলায় শতভাগ। এদিকে টানা চার দিন পর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ২ হাজারের নিচে এসেছে। তবে আগের দিনের চেয়ে ১ হাজার ৫১৬টি নমুনা পরীক্ষা কম হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১২ হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৯৭ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ১৫.৩১ শতাংশ। তবে বরিশাল বিভাগে ১২০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭১ জনের। শনাক্তের হার ৫৯ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে বরিশাল জেলায় ৫২ জনের নমুনা পরীক্ষায় সবার দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার শতভাগ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৫৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৭ হাজার ৭৫৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে তিনজন ছিলেন পুরুষ ও দুজন নারী। নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৫৫৪ জন, ময়মনসিংহে ২০ জন, চট্টগ্রামে ১৪৪ জন, রাজশাহীতে ৪২ জন, রংপুরে ১১ জন, খুলনায় ৪৩ জন, বরিশালে ৭১ জন ও সিলেট বিভাগে ১২ জন শনাক্ত হয়েছে। শুধু ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছে ১ হাজার ৩০০-এর বেশি রোগী। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ২৬ মার্চ তা ১০০-এর নিচে নামে। ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল চারজনে। কিন্তু গত ২২ মের পর থেকে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু। বরিশাল থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বরিশালে ত্বরিতগতিতে বাড়ছে করোনা সংক্রমণ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার এক দিনের ব্যবধানে দেড়গুণের বেশি বেড়েছে। গতকালের রিপোর্টে ৪৯ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮.৯৭ ভাগ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৩০ ভাগ ও বুধবার ছিল ২০.৫৮ ভাগ। দুই মাস শূন্য থাকার পর গত ১৯ জুনের পর থেকে করোনা শনাক্ত হতে শুরু করেছে বরিশাল পিসিআর ল্যাবে।

সর্বশেষ খবর