শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

মৎস্যজীবী, নেই খামার ওসির বউয়ের দেড় কোটি টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত ওসি প্রদীপের স্ত্রী চুমকির মতোই ‘মৎস্যজীবী’ লোহাগাড়ার সাবেক ওসির স্ত্রী ফেরদৌসী আক্তার।

গতকাল এ দম্পতির বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফেরদৌসীর স্বামী মোহাম্মদ শাহজাহান (৫৪) লোহাগাড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি এখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রাম রিজিওনের পরিদর্শক। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দুদক সমন্বিত     জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এ মামলা করেন দুদকের উপপরিচালক আতিকুল আলম। অসদুদ্দেশ্যে একে অন্যের সহযোগিতায় অর্পিত ক্ষমতার অপব্যবহার, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ লাখ ৭১ হাজার ৭৩৬ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান, ১ কোটি ৪৮ লাখ ৪ হাজার ৪১৩ টাকার সম্পদ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে ভোগদখলে রাখার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এ মামলা করা হয়েছে। ২০১৭ সালে দুদকে জমা পড়া একটি অভিযোগের দীর্ঘ তদন্ত শেষে মামলা করে দুদক। এতে প্রধান আসামি ওসি শাহজাহানের স্ত্রী ফেরদৌসী বেগম। দুদকের দায়ের করা মামলায় তারা মৎস্য খামারকে অজুহাত করে যে সম্পদ অর্জন করেছেন বলে জানিয়েছেন সে খামারের অস্তিত্ব কোথাও পাওয়া যায়নি।

সর্বশেষ খবর