মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

লঞ্চ ভাড়া দ্বিগুণের দাবি অযৌক্তিক : নৌ সচিব

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি। তবে লঞ্চ মালিকদের এ দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল। গতকাল নৌপরিবহন মন্ত্রণালয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নৌযানের যাত্রী ভাড়া সমন্বয়ের লক্ষ্যে অনুষ্ঠিত সভা শেষে তিনি এ কথা জানান। নৌ পরিবহন সচিব জানান, জ্বালানির মূল্য বাড়ানোর কারণে লঞ্চ মালিকের দাবির পরিপ্রেক্ষিতে লঞ্চের যাত্রী ভাড়া পুনর্নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি যাচাই-বাছাই করে মূল্য নির্ধারণ করবে। আগামীকাল (মঙ্গলবার) অথবা বুধবারের মধ্যে নতুন ভাড়া নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হবে। প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত আগের ভাড়া বহাল থাকবে বলেও জানান তিনি। মালিক সমিতির প্রস্তাব অনুযায়ী, ভাড়া দ্বিগুণ করা হলে প্রতি কিলোমিটারে নতুন ভাড়া হবে ৪ টাকা ৬০ পয়সা করে, আগে যা ছিল ২ টাকা ৩০ পয়সা। এ ছাড়া পরবর্তী ১০০ কিলোমিটারের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ভাড়া নেওয়া হচ্ছে ২ টাকা, যা বাড়িয়ে ৪ টাকা করার প্রস্তাব করেছেন তারা।

সর্বশেষ খবর