সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
মেয়রদের অভিযোগ

ভারপ্রাপ্ত সিইও দিয়ে গতি হ্রাস পৌরসভার

নিজস্ব প্রতিবেদক

ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা পদায়ন করায় পৌরসভার উন্নয়ন গতি হ্রাস করা হচ্ছে বলে অভিযোগ করেন পৌর মেয়ররা। তারা বলেন, পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। আমরাও চাই। কারণ সিইও থাকলে কাজে গতি আসে। কিন্তু অনেক পৌরসভায় ভারপ্রাপ্ত সিইও দেওয়া হচ্ছে। এতে কাজের গতি হ্রাস পাচ্ছে।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ‘অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থানীয়করণ ও সুষ্ঠু বাস্তবায়নে পৌরসভাসমূহের চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন পৌর মেয়ররা। বাংলাদেশ পৌরসভা সমিতির (ম্যাব) সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাকিম বিল্লাহ ফারুকী, ইউএনডিপির আন্তর্জাতিক কারিগরি উপদেষ্টা যুগেশ প্রধানং, ম্যাবের সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ। মেয়ররা বলেন, পৌরসভায় সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) পদে এসিল্যান্ডদের পদায়ন করা হচ্ছে। যারা নতুন এসিল্যান্ড হয়েছেন তাদেরও এ পদে পদায়ন করা হচ্ছে। তারা তো তিন মাসে জমির খারিজ করতেই পরেন না, পৌরসভার কাজে গতি আনবেন কী করে। তাই সিইও পদে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগের দাবি জানান তারা। অনুষ্ঠানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে পৌরসভাসমূহের সমস্যা ও সম্ভাবনা নিয়ে জরিপ রিপোর্ট উপস্থাপন করেন সর্দার শফিকুল আলম। জরিপে নগর দরিদ্র, জনস্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, শিক্ষা, আবাসন, নাগরিক অবকাঠামো, মহামারি পরিস্থিতি ও নগর শাসন নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়।

সর্বশেষ খবর