রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রক্তপাত পথ পরিহার করতে হবে

নিজস্ব প্রতিবেদক

রক্তপাত পথ পরিহার করতে হবে

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রক্তপাত ও গৃহযুদ্ধের পথ পরিহার করে জনগণের ভোটাধিকারের মাধ্যমে শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তরে সরকারকে বাধ্য করতে হবে। বিরোধী দলের সমাবেশে সশস্ত্র হামলা ও প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যাসহ বল প্রয়োগ করে শান্তিপূর্ণ পথে রাজনীতি করার সব সম্ভাবনা সরকার নষ্ট করে দিচ্ছে। গতকাল ?‘শিক্ষা দিবস’ উপলক্ষে জেএসডি ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রব। জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেএসডি ছাত্রলীগ সভাপতি তৌফিক উজ জামান পীরাচা।

আ স ম রব আরও বলেন, রাজনীতিকে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ঠেলে দেওয়া কোনোক্রমেই সমীচীন হবে না। শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তর ও রাজনীতির সম্ভাবনা বাতিল করে দিলে তার পরিণতি হবে ভয়াবহ। জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য গোটা জাতিকে প্রস্তুতি নিতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আবদুল্লাহ আল তারেক, আজম খান, মাহমুদুল হাসান মুক্তা, আদনান রাতুল, জাহিদুল ইসলাম শামীম রেজা এবং সোহেল রানা।

 

সর্বশেষ খবর