হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর প্রসূতির পেটের সন্তান মৃত ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর রাস্তায় জীবিত বাচ্চা প্রসব করেন তিনি। গতকাল গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকার মাইশা জেনারেল হাসপাতাল থেকে বের হওয়ার পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টির পাশাপাশি ওই হাসপাতালের চিকিৎসার মান নিয়ে প্রশ্ন উঠেছে। জানা যায়, প্রসব ব্যথা শুরু হলে প্রসূতি ফাতেমাকে টঙ্গী স্টেশন রোড এলাকার মাইশা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করতে বলেন। পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটির হার্টবিট পাওয়া যাচ্ছে না এবং শিশুটি মারা গেছে বলে রোগীর স্বজনকে জানিয়ে দেন। এমনকি শিশুর মাকে বাঁচাতে চাইলে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনার পর রোগীর স্বজনরা ফাতেমাকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন। এরপর রাস্তায় গাড়িতেই সন্তান প্রসব করেন প্রসূতি। এ বিষয়ে মাইশা জেনারেল হাসপাতালের পরিচালক মতিউর রহমান বলেন, রোগীর অবস্থা খারাপ দেখে আমরা রেফার করে দিয়েছি। এ ব্যাপারে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বলেন, মাইশা হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।