শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

এক ঘণ্টা বাড়তে পারে অফিস সময়

বাস্তবায়ন হলে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস করতে হবে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে সরকারি অফিসসূচি এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল। পাশাপাশি অফিস সময় কমানোও হয়েছিল। এখন তা আবারও এক ঘণ্টা বাড়ানোর চিন্তাভাবনা চলছে। এটি বাস্তবায়ন হলে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস করতে হবে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের। জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক সূত্রে এ আভাস পাওয়া গেছে। বৈশ্বিক সংকটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। বর্তমানে বিদ্যুতের চাহিদা কিছুটা কমেছে। সেই সঙ্গে শীতকাল সামনে রেখে আগামী মাস থেকেই অফিসের সময়সূচি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে। এরপর তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত ছিল। রমজান মাসে অফিস সময় থাকে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি ও কৃচ্ছ্রসাধনে নানা উদ্যোগের মধ্যে অফিস সময় কমানোর উদ্যোগ নেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন ছুটি এবং ব্যাংকগুলোও অফিস সময় কমিয়ে আনে। অফিস সময় পরিবর্তন নিয়ে ওই সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত নতুন সূচি চলবে। তাঁর যুক্তি ছিল, এখন দিন বড়। দিনের আলো পাচ্ছি বেশি। এটা (অফিস সময়) পরে আমরা অ্যাডজাস্ট করতে পারব। সংশ্লিষ্ট কর্মকর্তারাও বলছেন, সামনে শীতকাল। পাশাপাশি বিদ্যুতের চাহিদাও কমে যাবে। তাই নতুন অফিস সময়ের প্রস্তাব করা হচ্ছে।

 

সর্বশেষ খবর