শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ক্রাইস্টচার্চে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ক্রাইস্টচার্চে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে তিন জাতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সিরিজ। নিজেদের উজাড় করে দেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছেন টাইগাররা। দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক। সাকিব তখন ওয়েস্ট ইন্ডিজে সিপিএল খেলছিলেন। নিউজিল্যান্ডে  সাকিবকে পেয়ে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেছে। গতকাল অনুশীলন শেষে মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমাদের অনুশীলন খুব ভালো হয়েছে। যে তিন দিন অনুশীলন করেছি, খুবই ভালো করেছি। সাকিব ভাই দলের সঙ্গে যোগ দেওয়ায় আমাদের দলটা পরিপূর্ণ হয়েছে।’ খেলা হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। আগের দিনও সেখানে প্রচুর তুষারপাত হয়েছে। প্রচন্ড ঠান্ডা। তুষারপাতের সময় ১ ডিগ্রিতে নেমেছিল তাপমাত্রা। তবে কিছুটা স্বস্তির খবর হচ্ছে, আজ বাংলাদেশ-পাকিস্তান যখন খেলতে নামবে তখন তাপমাত্র ১২ ডিগ্রি থাকবে।’ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের টি-২০ রেকর্ড মোটেও ভালো নয়। আগের ১৫ বারের দেখায় জয় মাত্র দুটি। তবে ফরম্যাটটা টি-২০ বলেই আশায় বুক বাঁধছে বাংলাদেশ। টি-২০তে কোনো ফেবারিট তকমা কাজে লাগে না। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে, যারা যত কম ভুল করবে ম্যাচে তারাই জিতে যাবে। তাই ম্যাচে প্রতিপক্ষকে নিয়ে ভাবছে না বাংলাদেশ। নিজেদের সেরা উজাড় করে দেওয়ার জন্য মরিয়া হয়ে আছেন ক্রিকেটাররা।  বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে অনেক পরিবর্তন হয়েছে। সাব্বিরের সঙ্গে ওপেন করবেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডাউনে খেলবেন লিটন কুমার দাস। অধিনায়ক সাকিবের খেলার কথা চার নম্বরে। এই তিন জাতি সিরিজে জয় পরাজয়ের চেয়েও বড় বিষয় হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি। আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার দারুণ সুযোগ। মিডিয়ার সঙ্গে কথা বলা মিরাজও সে কথাই জানালেন, ‘বিশ্বকাপের আগে বড় দুটি দলের বিরুদ্ধে এমন ত্রিদেশীয় সিরিজ আমাদের দলকে উজ্জীবিত করবে। পাকিস্তান এশিয়া কাপে অনেক ভালো খেলেছে। এ ছাড়া আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড খেলবে তাদের মাটিতে। বড় দুটি দলের বিরুদ্ধে খেলায় আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।’

সর্বশেষ খবর