সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনেই মঞ্চে থাকা প্রতিপক্ষের ওপর হামলা চালানো হয়েছে। হামলার ছবি তুলতে গেলে সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। একপর্যায়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বাদল খান মঞ্চ থেকে সাংবাদিকদের ধাক্কা দিয়ে  ফেলে দিতে চাইলে বাগ্বিতন্ডা শুরু হয়। উপস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক শাম্মি আক্তার দুই পক্ষকে শান্ত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ অর্ধশত নেতা-কর্মী আহত হন। আহতদের মধ্য জি এম মুসা, গাজী রুবেল ও জসিমকে চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদের আমতলী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী পৌরসভা চত্বরে সম্মেলনে বক্তব্য শুরুর আগেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ইউপি  চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাদল খানের নেতৃত্বে প্রতিপক্ষ জি এম মুসার কর্মীদের ওপর হামলা চালায়। সাংবাদিকরা ঘটনার ছবি তুলতে মঞ্চে উঠলে বাদল খান তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার  চেষ্টা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। চেয়ার ছুড়ে হামলা চালানো হলে দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় সাংবাদিকসহ উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। গুরুত্বর আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর