সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভারতে গণতান্ত্রিক অধিকার হরণ

কলকাতা প্রতিনিধি

ভারতে গণতান্ত্রিক অধিকার হরণ

ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতকে উদ্দেশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘নানাভাবে দেশবাসীর গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। অকারণে মানুষকে হেনস্তার শিকার করা হচ্ছে। এই প্রবণতা বেড়ে গেছে। এক শ্রেণির মানুষ সব গণতান্ত্রিক শক্তিকে কুক্ষিগত করেছে। বাকিদের অধিকার কেড়ে নিচ্ছে। এভাবে চলতে থাকলে দেশে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হবে। সেদিন গণতন্ত্র কোথায় থাকবে? বিচারপতির উদ্দেশে আমার আরজি, দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন।’ গতকাল কলকাতার নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সের ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত ছাড়াও বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবসহ দুই দেশের বিচারপতি, আইনজীবী এবং আইনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবার সামনে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘দেশ যেভাবে চলছে তাতে সংবিধান বদলে রাষ্ট্রপতি শাসনাধীন রাষ্ট্র করে ফেলা হতে পারে।’

অনুষ্ঠানে মমতা ব্যানার্জি কবিগুরুর দুটি লাইন ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির...’ উদ্ধৃত করে বলেন, ‘আদালত হল মন্দির, মসজিদ, গির্জার মতো। মানুষের শেষ ভরসা হলো দেশের বিচার ব্যবস্থা। আদালতকে তাই জনগণের কান্না শুনতে হবে। এখন মানুষ দরজার আড়ালে ক্রন্দনরত। আদালতকে তাদের পাশে থাকতে হবে।’ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউইউ ললিতের প্রশংসা করে মমতা আরও বলেন, ‘তিনি দায়িত্ব নেওয়ার পর বিচারব্যবস্থায় সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে।’ বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সবাইকে সাহস ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।  বিচারপতি, আইনজীবীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বলেন, ‘কেন্দ্র এখন রাজ্য ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা করছে। এই ব্যবস্থা রক্ষা করতে আদালতকে ভূমিকা নিতে হবে।’

সর্বশেষ খবর