রাজধানীর মুগদার মান্ডা এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মো. রাকিবুল ইসলাম রাতুল (১৯) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে গুরুতর অবস্থায় রাতুলকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মধ্যরাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ এবং স্বজনরা। পুলিশ ও স্থানীয়রা বলছেন, স্থানীয় দুটি কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। রাতুলের ভাই রাহাত জানান, আমার ভাই মাদারটেক আবদুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। আমি জানতে পেরেছি ওদের সিনিয়র-জুনিয়র একটি ঝামেলা হয়। স্থানীয় গ্যাং লিডার হিরা ও রবিউল বিষয়টি মিটিয়ে দেওয়ার কথা বলে তাদের বন্ধুদের ফোন করে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রাতুলকে কুপিয়ে জখম করে। আমরা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিলে অবস্থার অবনতি হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, রাতুল যশোর সদরের ধানকাটা গ্রামের মো. আতিকুর রহমানের ছেলে। বর্তমানে খিলগাঁওয়ের ত্রিমোহ এলাকায় তারা বসবাস করেন। তিন ভাইয়ের মধ্যে রাতুল ছিলেন দ্বিতীয়। স্থানীয় হিরা ও সজীব গ্রুপের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটে। রবিবার ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার বিষয়টি মিটিয়ে দেওয়ার কথা বলে সজীব গ্রুপকে ডাকে হিরা গ্রুপ। সজিব গ্রুপের সদস্য ছিলেন রাতুল। হিরা গ্রুপের লোকজন রাতুলকে কুপিয়ে আহত করে। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুগদা থানার ওসি মো. জামাল উদ্দিন মীর জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
শিরোনাম
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল