রাজধানীর মুগদার মান্ডা এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মো. রাকিবুল ইসলাম রাতুল (১৯) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে গুরুতর অবস্থায় রাতুলকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মধ্যরাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ এবং স্বজনরা। পুলিশ ও স্থানীয়রা বলছেন, স্থানীয় দুটি কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। রাতুলের ভাই রাহাত জানান, আমার ভাই মাদারটেক আবদুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। আমি জানতে পেরেছি ওদের সিনিয়র-জুনিয়র একটি ঝামেলা হয়। স্থানীয় গ্যাং লিডার হিরা ও রবিউল বিষয়টি মিটিয়ে দেওয়ার কথা বলে তাদের বন্ধুদের ফোন করে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রাতুলকে কুপিয়ে জখম করে। আমরা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিলে অবস্থার অবনতি হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, রাতুল যশোর সদরের ধানকাটা গ্রামের মো. আতিকুর রহমানের ছেলে। বর্তমানে খিলগাঁওয়ের ত্রিমোহ এলাকায় তারা বসবাস করেন। তিন ভাইয়ের মধ্যে রাতুল ছিলেন দ্বিতীয়। স্থানীয় হিরা ও সজীব গ্রুপের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটে। রবিবার ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার বিষয়টি মিটিয়ে দেওয়ার কথা বলে সজীব গ্রুপকে ডাকে হিরা গ্রুপ। সজিব গ্রুপের সদস্য ছিলেন রাতুল। হিরা গ্রুপের লোকজন রাতুলকে কুপিয়ে আহত করে। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুগদা থানার ওসি মো. জামাল উদ্দিন মীর জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কলেজছাত্রের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর