রাজধানীর মুগদার মান্ডা এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মো. রাকিবুল ইসলাম রাতুল (১৯) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে গুরুতর অবস্থায় রাতুলকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মধ্যরাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ এবং স্বজনরা। পুলিশ ও স্থানীয়রা বলছেন, স্থানীয় দুটি কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। রাতুলের ভাই রাহাত জানান, আমার ভাই মাদারটেক আবদুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। আমি জানতে পেরেছি ওদের সিনিয়র-জুনিয়র একটি ঝামেলা হয়। স্থানীয় গ্যাং লিডার হিরা ও রবিউল বিষয়টি মিটিয়ে দেওয়ার কথা বলে তাদের বন্ধুদের ফোন করে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রাতুলকে কুপিয়ে জখম করে। আমরা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিলে অবস্থার অবনতি হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, রাতুল যশোর সদরের ধানকাটা গ্রামের মো. আতিকুর রহমানের ছেলে। বর্তমানে খিলগাঁওয়ের ত্রিমোহ এলাকায় তারা বসবাস করেন। তিন ভাইয়ের মধ্যে রাতুল ছিলেন দ্বিতীয়। স্থানীয় হিরা ও সজীব গ্রুপের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটে। রবিবার ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার বিষয়টি মিটিয়ে দেওয়ার কথা বলে সজীব গ্রুপকে ডাকে হিরা গ্রুপ। সজিব গ্রুপের সদস্য ছিলেন রাতুল। হিরা গ্রুপের লোকজন রাতুলকে কুপিয়ে আহত করে। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুগদা থানার ওসি মো. জামাল উদ্দিন মীর জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
শিরোনাম
- টাইটান ধ্বংসের ঠিক আগমুহূর্তের কী ঘটেছিল? ভয়ঙ্কর তথ্য প্রকাশ
- মূল মহাসড়ক বাদ দিয়ে ঢাকা-সিলেট বাইপাস সড়ক নির্মাণের প্রতিবাদে মানববন্ধন
- নিখোঁজের ২৩ দিন পর আসামির পুকুর থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
- চিকিৎসকদের ওপর হামলা: নিউরোসায়েন্সে আজও অস্ত্রোপচার বন্ধ
- দিপু মনির ২ কোটি ৩৯ লাখ টাকা অবরুদ্ধের আদেশ
- বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সময়সূচি ঘোষণা
- বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা
- ফ্ল্যাট থেকে ভারতীয় র্যাপারের মরদেহ উদ্ধার
- 'আসন্ন রমজানে ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে ডিম ও মাংসের দাম'
- ক্যাটরিনাকে নিয়ে বেফাঁস মন্তব্য ভিকির!
- শবে বরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ করলো ডিএমপি
- ৮৪৮ নেতাকর্মী নিহত: হাসিনাকে প্রধান আসামি করে বিএনপির অভিযোগ
- দুই ওয়ানডে খেলে ব্রিটজকের বিশ্বরেকর্ড
- মিটারে যাত্রী বহনের নির্দেশনার প্রতিবাদে সিএনজি চালকদের অবরোধ
- সৌদি আরবে বিশ্বকাপে নিষিদ্ধ থাকবে অ্যালকোহল
- মুন্সিগঞ্জে ম্যাগজিন-গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার
- কুড়িগ্রামে বাল্যবিয়ে প্রতিরোধে শুভসংঘের আলোচনা সভা
- ১০ মিনিটে পাওয়া যাবে বাংলাদেশের অন-অ্যারাইভাল ভিসা : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত
- বিএনপি নেতাদের সঙ্গে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কলেজছাত্রের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর