রাজধানীর মুগদার মান্ডা এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মো. রাকিবুল ইসলাম রাতুল (১৯) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে গুরুতর অবস্থায় রাতুলকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মধ্যরাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ এবং স্বজনরা। পুলিশ ও স্থানীয়রা বলছেন, স্থানীয় দুটি কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। রাতুলের ভাই রাহাত জানান, আমার ভাই মাদারটেক আবদুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। আমি জানতে পেরেছি ওদের সিনিয়র-জুনিয়র একটি ঝামেলা হয়। স্থানীয় গ্যাং লিডার হিরা ও রবিউল বিষয়টি মিটিয়ে দেওয়ার কথা বলে তাদের বন্ধুদের ফোন করে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রাতুলকে কুপিয়ে জখম করে। আমরা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিলে অবস্থার অবনতি হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, রাতুল যশোর সদরের ধানকাটা গ্রামের মো. আতিকুর রহমানের ছেলে। বর্তমানে খিলগাঁওয়ের ত্রিমোহ এলাকায় তারা বসবাস করেন। তিন ভাইয়ের মধ্যে রাতুল ছিলেন দ্বিতীয়। স্থানীয় হিরা ও সজীব গ্রুপের মধ্যে প্রায়ই মারামারির ঘটনা ঘটে। রবিবার ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার বিষয়টি মিটিয়ে দেওয়ার কথা বলে সজীব গ্রুপকে ডাকে হিরা গ্রুপ। সজিব গ্রুপের সদস্য ছিলেন রাতুল। হিরা গ্রুপের লোকজন রাতুলকে কুপিয়ে আহত করে। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুগদা থানার ওসি মো. জামাল উদ্দিন মীর জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী