বুধবার, ২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংসদে বিল

মিথ্যা তথ্যে ঋণ নিলে দুই বছর সাজা

নিজস্ব প্রতিবেদক

মিথ্যা তথ্য দিয়ে ঋণ নিলে দুই বছরের এবং প্লট বরাদ্দ নিয়ে তা ভাড়া দিলে এক বছরের শাস্তির বিধান রেখে সংসদে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আইন ২০২২ বিল উত্থাপন করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২০তম অধিবেশনে গতকালের বৈঠকে বিলটি উত্থাপন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ১৯৫৭ সালের বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ করপোরেশন অ্যাক্ট রহিত করে বাংলা ভাষায় নতুন এই আইনের বিল আনা হয়েছে। বিলে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি করপোরেশন থেকে ঋণ বা অন্য কোনো সুবিধা পাওয়ার উদ্দেশে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেন বা জ্ঞাতসারে মিথ্যা বিবরণী ব্যবহার করেন বা করপোরেশনকে কোনো প্রকারে মিথ্যা প্রতিবেদন গ্রহণ করতে প্ররোচনা দেন তাহলে সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড বা ৫০ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন। এ ছাড়া কোনো ব্যক্তি করপোরেশনের কাছ থেকে শিল্পপার্ক বা শিল্পনগরীতে কোনো প্লট বরাদ্দ পেয়ে যদি ওই প্লট বা তার অংশবিশেষ অবৈধভাবে হস্তান্তর বা ভাড়া দেন বা শিল্প কারখানা ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করেন, তা হবে শাস্তিযোগ্য অপরাধ। এর দন্ড সর্বোচ্চ এক বছরের কারাদন্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদন্ড বা উভয়দন্ড।

সর্বশেষ খবর