রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভাগ্য খুলবে কি টাইগারদের

আসিফ ইকবাল

ভাগ্য খুলবে কি টাইগারদের

প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার গাণিতিক একটি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। গ্রুপ-২ থেকে সেমিফাইনাল খেলতে সাকিবদের আজ অ্যাডিলেডে পাকিস্তানকে হারালেই হবে না, সকালে নেদারল্যান্ডসের কাছে হারতে হবে দক্ষিণ আফ্রিকাকে। এমন সমীকরণ নিয়ে আজ অ্যাডিলেডে সাকিব, লিটনরা মুখোমুখি হচ্ছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের। গ্রুপের আরও একটি খেলা রয়েছে আজ। মেলবোর্নে রোহিত শর্মার ভারতের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সমীকরণের ম্যাচ হলেও বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বিশ্বাস করেন ভারত ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে আজ সাকিবরা ভালো খেলবে, ‘খেলা শুরুর আগে যদি কেউ বলত যে আমরা ভারতের কাছে ৫ রানে হারব, তাহলে যে কেউ হয়তো তা লুফে নিত। আমরা নিজেদের এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিলাম যে ভারতকে হারাতে পারতাম। যদিও শেষ পর্যন্ত আমরা পারিনি। তবে এতটা কাছাকাছি যেতে পেরে ছেলেরা অনেক আত্মবিশ্বাস অর্জন করেছে। আজ সেই আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের বিপক্ষে খেলবে।’ পরিসংখ্যানের বিচারে অবশ্য এগিয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। বাবর বাহিনীর বিপক্ষে বাংলাদেশের জয় সাকল্যে ২টি। সেমিফাইনালে খেলতে পাকিস্তানের সমীকরণও বাংলাদেশের মতো। যদি দক্ষিণ আফ্রিকা দিনের প্রথম ম্যাচে জিতে যায়, তাহলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি রূপ নেবে আনুষ্ঠানিকতায়। বাংলাদেশ ২০০৭ সাল থেকে নিয়মিত টি-২০ বিশ্বকাপ খেলছে। এই প্রথম সুপার টুয়েলভে জয় পেয়েছে একটি নয়, দুটি। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জয় দুটি বাংলাদেশকে সেমিফাইনালের খেলার স্বপ্ন দেখাচ্ছে। ভারতের বিপক্ষে যদি সাকিবরা জিতে যেত, তাহলে গ্রুপের সমীকরণ পাল্টে যেত পুরোপুরি। ভারতের বিপক্ষে ম্যাচটি সাকিব বাহিনী হেরেছে তাড়াহুড়া ব্যাটিংয়ে। অ্যাডিলেডে ভারত প্রথম ব্যাট করে লোকেশ রাহুল ও বিরাট কোহলির জোড়া হাফসেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রান করেছিল। ১৮৫ রানে টার্গেটে বাংলাদেশ ৭ ওভারের ৬৬ রান তোলার পর বৃষ্টিতে থেমে যায় ম্যাচটি। আধাঘণ্টা পর খেলা শুরু হলে টাইগারদের টার্গেট দেওয়া হয় ১৬ ওভারে ১৪৬ রান। সাকিব বাহিনী ৬ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে। লিটন দাস ২৭ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। সাকিব, আফিফ, ইয়াসির, মোসাদ্দেকরা যদি লম্বা ইনিংস খেলতেন সেদিন, তাহলে ম্যাচ জিতেই মাঠ ছাড়ত বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে হেভিওয়েট ম্যাচে নামার আগে গতকাল অনুশীলন ছিল না টাইগারদের। ঐচ্ছিক অনুশীলন করেছেন সোহান, ইয়াসির, মেহেদী মিরাজ ও সৌম্য সরকার। অনুশীলন না হলেও আজকের ম্যাচ নিয়ে আলাদা পরিকল্পনা করেছেন শ্রীরাম। গতকালও টেকনিক্যাল কনসালটেন্টকে ফেক ফিল্ডিং নিয়ে কথা বলতে হয়েছে। তবে তিনি এ বিষয়টি নিয়ে বাড়তি কোনো কথা বলেননি, ‘আমরা এখানে কোনো অজুহাত দিতে আসিনি। এটা যখন হয়েছে, তখনই আমি চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলেছি। আমাদের বলা হয়েছে, এটা মাঠের আম্পায়ারদের ব্যাপার। তবে আমরা কোনো অজুহাত দিতে চাই না।’ আজকের ম্যাচে পাকিস্তানকে হালকা মেজাজে নিচ্ছেন না শ্রীরাম, ‘পাকিস্তান খুব ভালো দল। নিউজিল্যান্ডে ওদের বিপক্ষে দুই ম্যাচেই আমাদের খুব ভালো সম্ভাবনা ছিল। আমরা তাদের শক্তির জায়গা জানি, তারাও আমাদের শক্তির জায়গা সম্পর্কে জানে। দারুণ একটি লড়াই তাই হবে।’ বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে দুই দলের ম্যাচটি।

সর্বশেষ খবর