রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

দুটি দলই জনগণের কথা ভাবছে না

নিজস্ব প্রতিবেদক

দুটি দলই জনগণের কথা ভাবছে না

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বিএনপি শুধু আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে চায়। আর আওয়ামী লীগ চায় বিএনপি যেন রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দুটি দলই জনগণের কথা ভাবছে না। মানুষ মারাত্মক কষ্টে আছে। মানুষের কষ্ট দেখে সরকারের কোনো উদ্যোগ আছে বলে মনে হচ্ছে না। জাতীয় পার্টি ছাড়া কোনো দলই দেশের মানুষের কষ্ট বোঝে না। গতকাল রাজধানীর কাকরাইলে আইডিই মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক পার্টির জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে শেরীফা কাদের এমপিকে সাংস্কৃতিক পার্টির সভাপতি এবং বিশিষ্ট সংগীত পরিচালক আলাউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, এস এম আবদুল মান্নান, মীর আবদুস সবুর, সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশ্বের সব দেশেই জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বেড়েছে। তাই আমাদের দেশেও বেড়েছে। সব দেশই মানুষের কষ্ট দূর করতে নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে, কিন্তু আমাদের দেশে তো কাউকে সহায়তা দেওয়া হচ্ছে না।

সর্বশেষ খবর