দেশে ডলারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, আগের চেয়ে ডলারের যথেষ্ট মজুদ রয়েছে। গতকাল বুয়েটের খেলার মাঠে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের এখন রিজার্ভ ৩৪ না ৩৫ বিলিয়ন ডলার। আগে ২০০১ থেকে ২০০৬ সালে আমাদের রিজার্ভ থাকত ৩ বিলিয়ন ডলার। তখন ৩ বা সাড়ে ৩ বিলিয়নে আমরা ওঠানামা করতাম। এখন কোথায় ৩৬ বিলিয়ন, ৪৮ বিলিয়ন। আমার ডলারের সংকট নেই। এলসি জট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো আমি জানি না। ড. মোমেন বলেন, আপনাদের মিডিয়ার মাধ্যমেই অনেক সময় শুনেছি- অনেক সময় ওভার ইনভয়েস করে লোকেরা। যেই জিনিস আনে এর থেকে একটু বেশি দেখায়। এজন্য মোর চেকিং অ্যান্ড এক্সামিনেশন হচ্ছে। তার ফলে এলসি হয়ত দীর্ঘায়িত হচ্ছে, অন্য কারণে নয়। এগুলো চেক করা দরকার। কারণ, আমাদের এখানে দুষ্ট লোকের অভাব নেই। সরকারের এই উদ্যোগটা ভালো। এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, আমাদের নিজেদের গ্যাসের সংকট আছে। ব্রুনেই, মালয়েশিয়া, ইন্দোনোশিয়া ও কাতারের সঙ্গে আলাপ করেছি। তারা আমাদের গ্যাস দিতে রাজি। আগে সোর্সটা আমাদের লিমিটেড ছিল, আমরা এখন সেটা আরও বাড়িয়েছি। চায়না নিজ থেকেই বলেছে তোমাদের গ্যাসের সংকট হলে আমরা দেব। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে দুনিয়ার সব জায়গাতেই সংকট চলছে। ইউরোপ ও ন্যাটোর অনেক দেশই রাশিয়ার সঙ্গে চুক্তিতে যাচ্ছে। এখন সারা বিশ্বেই সংকট, সে কারণে গ্যাস ও বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার চেষ্টা অব্যাহত রেখেছে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
দেশে কোনো ডলার সংকট নেই
কূটনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর