দেশে ডলারের কোনো সংকট নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, আগের চেয়ে ডলারের যথেষ্ট মজুদ রয়েছে। গতকাল বুয়েটের খেলার মাঠে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের এখন রিজার্ভ ৩৪ না ৩৫ বিলিয়ন ডলার। আগে ২০০১ থেকে ২০০৬ সালে আমাদের রিজার্ভ থাকত ৩ বিলিয়ন ডলার। তখন ৩ বা সাড়ে ৩ বিলিয়নে আমরা ওঠানামা করতাম। এখন কোথায় ৩৬ বিলিয়ন, ৪৮ বিলিয়ন। আমার ডলারের সংকট নেই। এলসি জট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো আমি জানি না। ড. মোমেন বলেন, আপনাদের মিডিয়ার মাধ্যমেই অনেক সময় শুনেছি- অনেক সময় ওভার ইনভয়েস করে লোকেরা। যেই জিনিস আনে এর থেকে একটু বেশি দেখায়। এজন্য মোর চেকিং অ্যান্ড এক্সামিনেশন হচ্ছে। তার ফলে এলসি হয়ত দীর্ঘায়িত হচ্ছে, অন্য কারণে নয়। এগুলো চেক করা দরকার। কারণ, আমাদের এখানে দুষ্ট লোকের অভাব নেই। সরকারের এই উদ্যোগটা ভালো। এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, আমাদের নিজেদের গ্যাসের সংকট আছে। ব্রুনেই, মালয়েশিয়া, ইন্দোনোশিয়া ও কাতারের সঙ্গে আলাপ করেছি। তারা আমাদের গ্যাস দিতে রাজি। আগে সোর্সটা আমাদের লিমিটেড ছিল, আমরা এখন সেটা আরও বাড়িয়েছি। চায়না নিজ থেকেই বলেছে তোমাদের গ্যাসের সংকট হলে আমরা দেব। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে দুনিয়ার সব জায়গাতেই সংকট চলছে। ইউরোপ ও ন্যাটোর অনেক দেশই রাশিয়ার সঙ্গে চুক্তিতে যাচ্ছে। এখন সারা বিশ্বেই সংকট, সে কারণে গ্যাস ও বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার চেষ্টা অব্যাহত রেখেছে।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার