বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বছরজুড়ে হাসপাতালে রোগীর চাপ

জয়শ্রী ভাদুড়ী

বছরজুড়ে হাসপাতালে রোগীর চাপ

প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে -বাংলাদেশ প্রতিদিন

করোনা সংক্রমণ কমলে হাসপাতালে বাড়তে থাকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে নিউমোনিয়া, টাইফয়েড আক্রান্ত রোগী বাড়ছে হাসপাতালে। কিডনি, লিভার, ক্যান্সারে আক্রান্ত রোগীর ভিড় হাসপাতালে। বছরজুড়েই দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। সরকারি হাসপাতালে আইসিইউ সারা বছরই সোনার হরিণ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৫ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৬ জন, ঢাকার বাইরে ২৪৯ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। গতকাল করোনা আক্রান্ত হয়েছেন ২৩ জন। মৌসুমি জ্বর কিংবা সংক্রামক রোগের বাইরে নিউমোনিয়া, টাইফয়েডে আক্রান্ত রোগীতে ভর্তি হাসপাতাল। এর সঙ্গে বিভিন্ন অসংক্রামক রোগ, করোনা পরবর্তী জটিলতাসহ নানা ধরনের রোগী বাড়ছে হাসপাতালে। রোগ শনাক্ত বাড়ায় এবং নানা রোগের প্রকোপে রোগীর চাপ সবসময়ই থাকছে। দেশের হাসপাতালের শিশু ওয়ার্ডগুলো নিউমোনিয়া ও ব্রংকাইটিস আক্রান্ত শিশু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। হাসপাতালের মেঝেতে-বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছে অনেক রোগী। অক্টোবর ও নভেম্বর মাসে সারা দেশের বেশিরভাগ হাসপাতালে শিশু নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে খোঁজ নিয়ে জানা যায়, অক্টোবরের তুলনায় শিশু হাসপাতালে চলতি মাসে ১০ শতাংশ বেশি নিউমোনিয়া রোগী ভর্তি হয়েছে। অক্টোবর মাসে ৩০৮ জন নিউমোনিয়া রোগী ভর্তি ছিল, এ মাসের ১৩ দিনে ১০০ জনের বেশি নিউমোনিয়া রোগী ভর্তি হয়েছে। শিশু হাসপাতালের চিকিৎসকরা জানান, এখন হাসপাতালে প্রতিদিন যত রোগী ভর্তি হচ্ছে তার প্রায় অর্ধেকই নিউমোনিয়ায় আক্রান্ত। ঢাকার বাইরে থেকে রোগী বেশি আসছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সারা দেশ থেকে রেফার্ড করা রোগীদের চাপ সবসময়ই থাকে। এ ছাড়া একসঙ্গে অনেক রোগে আক্রান্ত রোগীর চিকিৎসাও হয় এ হাসপাতালে। দুর্ঘটনায় অসুস্থ রোগীদের বড় অংশ এখানে চিকিৎসা নেয়। প্রতিদিন বহির্বিভাগে ৫ হাজার রোগীর চিকিৎসা দেওয়া হয়। জরুরি বিভাগে প্রায় ১ হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। প্রতিদিন প্রায় ৪০০ রোগী হাসপাতালে ভর্তি হন। নিউরোসার্জারির রোগীদের চাপ সবসময় বেশি থাকে এ হাসপাতালে। করোনা সংক্রমণ কমে আসলেও অন্যান্য রোগে আক্রান্ত রোগী বাড়ছে হাসপাতালে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৩ হাজার ৫০০ মানুষকে চিকিৎসা দেওয়া হয়। জরুরি বিভাগে ৫০০-৭০০ জন রোগী আসে। ৯০০ বেডের হাসপাতালে প্রায় ১ হাজার ৪০০ রোগী ভর্তি থাকে। সব সময়ই রোগীর চাপ থাকে। করোনা সংক্রমণের মধ্যেই ডায়রিয়ায় আক্রান্ত বাড়ল। এরপর বাড়ল ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি। করোনা সংক্রমণ কমলেও আমাদের রোগীর চাপ থাকেই। জায়গা না থাকলেও আমরা রোগী ফেরত পাঠাই না। এ কারণে অনেক সময় মেঝেতেও রোগী থাকে।’ সরকারি হাসপাতালে পাশাপাশি বেসরকারি হাসপাতালেও রোগীর চাপ বেশি। ঢাকার বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের ভিড়। স্কয়ার হাসপাতালের সিইও মো. ইউসুফ সিদ্দিক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রতিদিন ৩ হাজারের বেশি রোগী আমাদের হাসপাতালে সেবা নিয়ে থাকেন। হাসপাতালে এখন রোগীর চাপ সারা বছরই থাকে। করোনা সংক্রমণ কমলেও হাসপাতালে নানা রোগে ভর্তি হচ্ছে রোগী। এর মধ্যে শিশুদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার হার বেশি। সরকারি হাসপাতালে আইসিইউ পেতে অপেক্ষায় থাকতে হয় রোগীদের। করোনা সংক্রমণ কমলেও আইসিইউ চাহিদা কমেনি। আইসিইউ পাওয়া সারা বছরই সোনার হরিণ। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১০৬টি আইসিইউ এর মধ্যে ১০টি রাখা হয়েছে কভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য। হাসপাতালে প্রতিদিনই ২৫-৩০ জন রোগী আইসিইউর অপেক্ষায় থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নিউমোনিয়া আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল রাইনা ইসলাম (২)। হঠাৎ অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া প্রয়োজন পড়ে। কিন্তু আইসিইউ ফাঁকা নেই ঢামেকে। রাইনার বাবা সিরাজুল ইসলাম বলেন, ‘ঠান্ডা-জ্বরে আক্রান্ত মেয়েকে ঢামেকে নিয়ে গেছিলাম। চিকিৎসকরা জানায় সে নিউমোনিয়ায় আক্রান্ত। দুই দিন পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা আইসিইউতে নিতে বলেন। কিন্তু হাসপাতালে আইসিইউ ফাঁকা নেই। সিরিয়াল অনেক লম্বা। মেয়েকে বাঁচাতে আমি আরও ২টা সরকারি হাসপাতালে যাই। কিন্তু সেখানেও আইসিইউ ফাঁকা নেই। কোনো উপায় না পেয়ে ঋণ করে একটা বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করি। দুই দিন পরে ঢামেকে আইসিইউ ফাঁকা হলে এখানে নিয়ে আসি।’

সর্বশেষ খবর