শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পরিস্থিতি সংঘাতের দিকে

নিজস্ব প্রতিবেদক

পরিস্থিতি সংঘাতের দিকে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ কেন্দ্র করে সরকারের নেওয়া কঠোর ব্যবস্থা পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। সংঘাত থেকে সরে না এলে সরকারের বিপদ আসবে। তিনি গতকাল রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছিলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে ডা. জাফরুল্লাহ বলেন, আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। আপনি ঠিক করতে পারেন না, জনগণ কাকে ভোট দেবে আর কাকে দেবে না। আপনি মালয়েশিয়ার কাছ থেকে শিখুন। মালয়েশিয়ার উন্নয়নের কর্মকার মাহাথির মোহাম্মদ জামানত হারিয়েছেন। তিনি বলেন, আপনি কক্সবাজার থেকে শুরু করে যেকোনো মাঠে বক্তব্য দিতে পারবেন, আর অন্যান্য রাজনৈতিক দল কোনো মাঠে মিটিং করতে পারবে না! আপনি বলেছিলেন, আপনারা মিটিং-মিছিল করে আসেন আমি চা খাইয়ে দেব। কিন্তু চায়ের বদলে এখন জেলখানায় পাঠাচ্ছেন, গুলি করছেন। কায়দা করে বাকশালের দিকে যাবেন না। বাকশাল কখনো আমাদের আদর্শ হতে পারে না।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর