শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
বাংলাদেশ-ভারত ওয়ানডে

হোয়াইটওয়াশের লক্ষ্য আজ

ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য দিয়ে আজ চট্টগ্রামে মাঠে নামছে বাংলাদেশ। আগের ম্যাচেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। টাইগার মিরপুরের দুই ম্যাচেই জিতে সিরিজ ২-০-তে এগিয়ে। আজ বন্দরনগরীতে তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশের টার্গেট সিরিজের ব্যবধানটা ৩-০ করা। বাংলাদেশের ফিল্ডিং কোচ ম্যাকডারমট বলেন, ‘আমরা আগে কখনো ৩-০ ব্যবধানে ভারতের বিরুদ্ধে সিরিজ জিতিনি। এবার লক্ষ্য সবগুলো ম্যাচই জেতা।’

প্রথম দুই ম্যাচে মেহেদী হাসান মিরাজের ক্যারিশম্যাটিক ব্যাটিংয়ে দারুণ জয় পায় বাংলাদেশ। কিন্তু দুই ম্যাচেই ব্যাটিংয়ে টাইগারদের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। তবে চট্টগ্রামের উইকেট ঢাকার উইকেটের মতো নয়। সাগরিকার উইকেট রানে ভরা। তাই টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে বলেছেন ম্যাকডারমট। গতকাল চট্টগ্রামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হিসেবে এসে ফিল্ডিং কোচ বলেন, ‘এখানকার উইকেট ভালো হবে, শট খেলার গুরুত্ব বাড়বে তাই। বাউন্সও সমান হবে। ব্যাটিংয়ের দিক থেকে চিন্তা করলে মূল লক্ষ্যটা থাকবে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের কেউ যাতে ৪০তম ওভার পর্যন্ত থাকে, ম্যাচ যত গভীরে নিয়ে যাওয়া যায়। প্রথম ২০ বলে ছেলেদের সময়টা কঠিন যাচ্ছে, এ সময়েই ব্যাটিংটা সবচেয়ে কঠিন। এর ফলে আমাদের পরবর্তী ধাপ ওই ২০ বলকে ৫০ থেকে ১০০ বলে রূপান্তরিত করা, সেগুলোকে ম্যাচজয়ী ইনিংসে পরিণত করা। শুরুর পাঁচজনের কাউকে সেটি করতেই হবে।’

এদিকে সিরিজ হারার পর হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেতে মরিয়া ভারত। শেষ ম্যাচে জিতে তারা সিরিজে ২-১ আনতে বদ্ধপরিকর। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর বলেন, ‘শেষ জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই। এটা জানি, আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে।’

ভারতীয় শিবিরে হানা দিয়েছে ইনজুরি। আজকের ম্যাচটি খেলতে পাচ্ছেন না অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচেই তিনি ইনজুরিতে পড়েন। চোটের কারণে খেলতে পারবেন না কূলদীপ সেন ও দীপক চাহার। শেষ ওয়ানডেতে ভারতীয় দলে খেলবেন কুলদীপ যাদব।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর