শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
কেমন চাই কূটনৈতিক সম্পর্ক

ইতিবাচক সম্পর্ক রক্ষায় যত্নশীল হতে হবে

-- হুমায়ূন কবির

জুলকার নাইন

ইতিবাচক সম্পর্ক রক্ষায় যত্নশীল হতে হবে

সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির বলেছেন, বাংলাদেশের সামগ্রিক স্বার্থ বিবেচনায় নিয়ে কূটনৈতিক পর্যায়ে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে যত্নশীল হতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

হুমায়ূন কবির বলেন, বিশেষ দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে হালকা টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে দুই দিকেরই চাহিদা নিয়ে আলাপ-আলোচনা হওয়া দরকার। আমরা কী চাই, ওরা কী চায়- তা নিয়ে কথাবার্তা বলে বুঝে নিলেই ভালো হয়। কারণ ওরা যেমন বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায়, শান্তিপূর্ণ দেখতে চায়, আমরাও তা চাই। আমরাও ব্যবসা-বাণিজ্য ও নানা বিষয়ে তাদের ওপর নির্ভরশীল। এসব বিবেচনায় ঠান্ডা মাথায় আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। সাবেক এ রাষ্ট্রদূত বলেন, দুই পক্ষই যদি অনড় থাকে তাহলে ক্ষতি আমাদেরই বেশি। কারণ রপ্তানি, রেমিট্যান্স ও কূটনৈতিক সমর্থনের মতো বিষয়গুলোতে আমরা তাদের সঙ্গে কাজ করি। তাই বাংলাদেশের সামগ্রিক স্বার্থ মনে রেখে, সম্পর্কের গতি-প্রকৃতি মূল্যায়ন করে দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক জায়গায় রাখতে যত্নশীল হতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর