শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
কেমন চাই কূটনৈতিক সম্পর্ক

একক ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না

----- শমসের মবিন চৌধুরী

শফিউল আলম দোলন

একক ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না

সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বলেছেন, কোনো একক ঘটনাকে কেন্দ্র করে কোনো দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করি না। কোনো কোনো সময় কারও সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতেই পারে, তবে এতে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করতে দেওয়া যাবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। শমসের মবিন বলেন, বাংলাদেশে কর্মরত কোনো রাষ্ট্রদূতের যদি নিরাপত্তা বিঘিœত হয় বা কোনো কূটনীতিক যদি নিরাপত্তার ঘাটতি বোধ করেন তবে তাকে আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যেতেই পারে। অবশ্য প্রচলিত পদ্ধতিতেই এর বিধান আছে। আর বিদেশি রাষ্ট্রদূত নিরাপত্তা হুমকি মনে করলে তার জন্য বাড়তি ব্যবস্থা নিতেই হবে।

তিনি বলেন, বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট স্থিতিশীল রয়েছে। এটাকেই ধরে রাখতে হবে। এ জন্য যা যা করার তা করতে হবে। সম্পর্ক বজায় রাখার স্বার্থে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে। সবার সঙ্গে আলোচনা ও সংলাপ অব্যাহত রাখতে হবে।

সর্বশেষ খবর