সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে রাষ্ট্রদূতদের কথা না বলতে সরকার থেকে বলা হচ্ছে। কিন্তু তারা সেই কথা শুনছেন না। রাষ্ট্রদূতদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলার ব্যাপারে আরও শক্তভাবে বলা উচিত। এ কাজে নিরুৎসাহিত করতে এসব রাষ্ট্রদূতের স্ব স্ব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোতে যেখানে আমাদের রাষ্ট্রদূত আছে, সেখানে নোট ভার্বাল দেওয়া উচিত। তিনি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব বলেন। ওয়ালিউর রহমান বলেন, রাষ্ট্রদূতদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আমাদের নিজেদের জন্য বজায় রাখতে হবে। আমরা সেই সম্পর্ক বজায় রেখেই তাদের সঙ্গে কথা বলব। আমরা একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবেই তাদের সঙ্গে কথা বলব। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তাদের সঙ্গে সমান তালেই কথা বলবে।
সাবেক এই রাষ্ট্রদূত বলেন, বিদেশের কোনো রাষ্ট্রদূত আমাদের দেশে এসে এ ধরনের ব্যবহার করতে পারেন না। তারা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কোনোভাবেই নাক গলাতে পারেন না। ১৯৬১ সালে ১৪০টি দেশ এক বছর আলাপ-আলোচনার মাধ্যমে ভিয়েনা কনভেনশনের অ্যাগ্রিমেন্ট সই করেছিল। মূলত রাষ্ট্রগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্যই ভিয়েনা কনভেনশনের প্রয়োজন। সব দেশের কূটনৈতিক ব্যবহার, কূটনৈতিক যোগাযোগ, ছোট বা বড় দেশ, যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশের মতো দেশগুলোর মধ্যে সম্পর্ক রাখতে পারার জন্যই ভিয়েনা কনভেনশন তৈরি করা হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর আমরা একটি চিঠি দিয়ে ভিয়েনা কনভেনশনের অ্যাগ্রিমেন্টে সই করেছিলাম। রাষ্ট্রদূতদের মধ্যে দু-একজন তাদের আচরণের মাধ্যমে এখন সেই অ্যাগ্রিমেন্ট ভাঙছেন।