শিরোনাম
শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে হারের শঙ্কায় টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রামে হারের শঙ্কায় টাইগাররা

ম্যাচ জিততে বাংলাদেশকে এখন অসম্ভবকে সম্ভব করতে হবে -এএফপি

শেষ বিকালে ১২ ওভার নির্বিঘ্নেই ব্যাটিং করেছে বাংলাদেশ। বিনা উইকেটে ৪২ রান তুলে আজ চতুর্থ দিন মাঠে নামবে দুই অপরাজিত ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। চট্টগ্রাম টেস্টের বাকি আজ ও কাল। প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টেস্ট জিততে সাকিব বাহিনীর টার্গেট ৫১৩ রান। টেস্ট জিততে টাইগারদের করতে হবে বাকি ১০ উইকেটে ৪৭১ রান। দেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড নেই। যদিও চতুর্থ ইনিংসে ৪১৩ রান করার রেকর্ড রয়েছে টাইগারদের। মিরপুরে ২০০৮ সালে শ্রীলঙ্কার ৫২১ রান তাড়া করতে নেমে এই স্কোর করেছিল। ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ স্কোর ৩০১ রান। পরিসংখ্যানের হিসাবে ম্যাচ জয়ের স্বপ্ন দেখা ডিঙি নৌকায় উত্তাল আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার নামান্তর। দুই টেস্ট ম্যাচ সিরিজে এগিয়ে যেতে ভারতের চাই ১০ উইকেট। সফরকারী ভারতের ৪০৪ রানের জবাবে প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। ২৫৩ রানে এগিয়ে থেকেও ফলোঅন করাননি সফরকারী অধিনায়ক লোকেশ রাহুল। নিজেরাই ব্যাটিং করে। ওপেনার শুভম গিলের ১১০ ও চেতেশ্বার পুজারার অপরাজিত ১০৪ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে ভারত ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। ৫১৩ রানের আকাশসমান টার্গেট খেলতে নেমে বিনা উইকেট ৪২ রান তুলেছে সাকিব বাহিনী। ২৫ রানে অপরাজিত রয়েছেন প্রথম ইনিংসে শূন্য করা নাজমুল হোসেন। ১৭ রানে ব্যাট করছেন জাকির। সংক্ষিপ্ত  স্কোর: ভারত : প্রথম ইনিংস, ৪০৪ ও দ্বিতীয় ইনিংস, ২৫৮/২, ৬১.৪ ওভার (ডি.) (রাহুল ২৩, শুভম গিল ১১০, চেতেশ্বর পুজারা ১০৪*, বিরাট কোহলি ১৯*।

খালেদ ১৩-০-৫১-১, তাইজুল ২৩.৪-৩-৭১-০, মিরাজ ১৪-১-৮২-০, ইয়াসির ৬-০-২৮-০, লিটন ২-০-১৩-০, নাজমুল শান্ত ৩-০-১২-০)।

বাংলাদেশ : প্রথম ইনিংস, ১৫০/১০, ৫৫.৫ ওভার (নাজমুল শান্ত ০, জাকির হাসান ২০, ইয়াসির আলি ৪, লিটন দাস ২৪, মুশফিকুর রহিম ২৮, সাকিব আল হাসান ৩, নুরুল সোহান ১৬, মেহেদী হাসান মিরাজ ২৫, তাইজুল ইসলাম ০, ইবাদত ১৭, খালেদ ০*। সিরাজ ১৩-২-২০-৩, উমেশ ৮-১-৩৩-১, অশ্বিন ১০-১-৩৪-০, কুলদিপ ১৬-৬-৪০-৫, আকসার ৮.৫-৪-১০-১) ও দ্বিতীয় ইনিংস, ৪২/১০, ১২ ওভার (নাজমুল শান্ত ২৫*, জাকির ১৭*। সিরাজ ৩-০-১১-০, উমেশ ১-১-০-০, অশ্বিন ৫-১-২২-০, আকসার ২-০-৪-০, কুলদিপ ১-০-৪-০)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর