শিরোনাম
শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মেসিকে ঘিরেই যত আলোচনা

ক্রীড়া প্রতিবেদক, কাতার থেকে

আল বিদা পার্কে অবস্থিত ফিফা ফ্যান স্টোরে আর্জেন্টিনার ছোট্ট ছেলেটিকে খেপিয়ে দিলেন ফরাসি ভদ্রলোক। ছেলেটির নাম টোটো। সঙ্গে তার বাবা ফার্নান্দেজ। ফরাসি ভদ্রলোক ছেলেটির দিকে তাকিয়ে বলে উঠলেন, এমবাপ্পে উইন। টোটো বাবার হাত শক্ত করে চেপে ধরে চিৎকার করে উঠল, মেসি, মেসি। ফরাসির নামটা আর জানা হলো না। ভিড়ের মধ্যে ততক্ষণে হারিয়ে গেছেন। কাতারের রাজধানী দোহায় বিশ্বকাপের দর্শকের সমাগম বেশ আগে থেকেই। তবে গত কয়েকদিনে আর্জেন্টিনার আধিপত্য বেড়ে গেছে। লিওনেল মেসিরা ফাইনাল নিশ্চিত করার পর সবাই যেন আর্জেন্টিনার সমর্থক হয়ে উঠেছেন। ফ্রান্স থেকে আসা গুটিকয়  সমর্থক এমবাপ্পের নামে জয়ধ্বনি দিচ্ছেন বটে, তবে আলোচনাটা বারবার ঘুরপাক খাচ্ছে মেসিকে কেন্দ্র করেই। বিশ্ব ফুটবলের অনেক নামি সাবেক তারকারাই এখন দোহায়। এ শহর এখন ফুটবলেরও রাজধানী। আর্জেন্টিনা থেকে এসেছেন অনেকে। ব্রাজিল থেকেও কিংবদন্তি ফুটবলাররা এসেছেন। বিশ্বকাপজয়ী সাবেক ব্রাজিলিয়ান তারকা রিভালদো বলেছেন, লিওনেল মেসির হাতেই বিশ্বকাপের ট্রফি দেখতে চান তিনি। রিভালদোর মতো আরও অনেকেই বিজয়ী হিসেবে দেখতে চান মেসিকে। এ শুভকামনা মেসিরই তো প্রাপ্য।

লিওনেল মেসি এমন একজন ফুটবলার যাকে ইতিহাসে ভিন্ন কোনো স্থান দিতে হবে। ফুটবল বিশেষজ্ঞরা যাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছেন। যার বাঁ পায়ের জাদুতে মুগ্ধ হয়েছেন বারবার। এবারের বিশ্বকাপেই কতগুলো দারুণ মুহূর্ত উপহার দিয়েছেন মেসি! কখনো পেনাল্টি শটে গোল করেছেন, কখনো মাটি গড়ানো শটে প্রতিপক্ষকে বোকা বানিয়েছেন। আবার কখনো সতীর্থদের জন্য তৈরি করেছেন এমন সুযোগ যেখান থেকে সহজেই গোল করেছেন তারা। এখন পর্যন্ত ৫টি গোলের পাশাপাশি ৩টি গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। ফাইনালে লিওনেল মেসির কয়েকটি মুহূর্ত দেখার অপেক্ষায় আর্জেন্টাইনরা। তা হলেই কুপোকাত ফ্রান্স! মেসিকে রুখবে সে সাধ্য কার! হুগো লরিস জানেন লিওনেল মেসি কোন দিক দিয়ে কী ধরনের শটে গোল করার চেষ্টা চালাবেন। রাফায়েল ভারানেরাও জানেন মেসি কী ধরনের কৌশলে প্রতিপক্ষের ডিফেন্সে ফাটল ধরান। সবাই সবকিছু জেনেও মেসিকে আটকাতে পারছে কই! এই মেসি আগের যে-কোনো সময়ের চেয়ে বেশি ভয়ংকর হয়ে উঠেছেন। পুরোপুরিই ‘আনপ্রেডিকটেবল’। কখন কোন দিক দিয়ে আক্রমণ করে গোল করবেন, বোঝার উপায় নেই। লিওনেল মেসিকে ঘিরে আলোচনার যথেষ্ট কারণ রয়েছে। কাল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি। ২৫টি ম্যাচ খেলে মেসি আছেন লোথার ম্যাথিউসের সমান্তরালে। মেসি এমন একটা রেকর্ড এবার গড়তে পারেন যা প্রায় গত শত বছরেও হয়নি। একই বিশ্বকাপে কেউ কখনো সর্বোচ্চ গোলদাতা এবং সর্বোচ্চ অ্যাসিস্টকারী হয়নি। লিওনেল মেসি হতে পারেন। গোলদাতার তালিকায় তিনি এমবাপ্পের সমান্তরালে আছেন (দুজনেরই ৫টি করে গোল)। আবার গ্রিজম্যানদের সমান্তরালে আছেন ৩টি গোলে অ্যাসিস্ট করে। ফাইনালে ১টি গোল এবং ১টি গোলে অ্যাসিস্ট করতে পারলেই এক অনন্য নজির গড়বেন লিওনেল মেসি। আর্জেন্টাইন জাদুকরের সমর্থকরা অপেক্ষায় আছেন। অপেক্ষায় আছে পুরো ফুটবল দুনিয়া। লিওনেল মেসির হাতে উঠবে কি বিশ্বকাপের সোনালি ট্রফি?

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর