জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াতের সঙ্গে আর কোনো আপস নয়। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সঙ্গে কোনো আলাপ চলতে পারে না। দেশবিরোধীদের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের নামে কোনো আলোচনা চলবে না। গতকাল বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, যারা বিএনপির সঙ্গে মিটমাটের কথা বলে তারা কার্যত দেশে রাজাকারদের রাজনীতি করার সুযোগ দিতে চায়। আমি নির্বাচনকে কেন্দ্র করে একটা কথা বলতে চাই, যে কোনো মূল্যে রাজাকারদের দোসর বিএনপি-জামায়াতকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে। রাজনীতির মাঠ থেকে তাদের বিতাড়িত করতে হবে। এর আগে জাসদের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি ইনু।