চাঁদপুরে থানায় সাধারণ ডায়রি (জিডি) করতে এসে পেলেন স্ত্রীর লাশ। গতকাল দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের দোকানঘর এলাকায় কালু বেপারি তার স্ত্রী নিখোঁজ হয়েছে মর্মে জিডি করতে সদর মডেল থানায় আসেন। পুলিশ তার স্ত্রীর বর্ণনা শুনে থানায় আনা লাশ দেখতে বলেন। লাশ দেখে তিনি সেটি তার স্ত্রী তৈয়মুন্নেছার (৬০) বলে শনাক্ত করেন।
চাঁদপুর সদর মডেল থানার এসআই কবির জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন থেকে স্থানীয়দের ফোন আসে এক নারীর লাশ পড়ে রয়েছে। পরে ঘটনাস্থল ধনপর্দি গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর স্বামী কালু বেপারি জানান, তার স্ত্রী মানসিক ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। প্রায়ই পরিবারের সদস্যদের না জানিয়ে তিনি ভিক্ষাবৃত্তি করতে বেরিয়ে যেতে। বৃহস্পতিবার দুপুরে কাউকে না বলে তার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করতে আসেন। থানায় এসে স্ত্রীর লাশ দেখতে পান। চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, লাশ উদ্ধার হওয়া নারীর পরিবারের কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।