মহান বিজয় দিবসের কর্মসূচি পালন করার সময় গতকাল দেশের বিভিন্ন স্থানে হাঙ্গামার ঘটনা ঘটেছে। এ ছাড়া বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া : মহান বিজয় দিবসে বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপে হাতাহাতি হয়েছে। একপর্যায়ে তালা ভেঙে জেলা ছাত্রলীগের কার্যালয়ে প্রবেশ করেন কেন্দ্র ঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীরা। গতকাল সকালে শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর এ ঘটনা ঘটে। জানা গেছে, বিজয় দিবসের কর্মসূচি পালন করতে আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করেন। শেষে জেলা ছাত্রলীগের পদ বঞ্চিত নেতা-কর্মীরা স্লোগান দিতে শুরু করেন। তখন সভাপতি ও সম্পাদকসহ তাদের সঙ্গে হাতাহাতি শুরু হয়। এরপর চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ ঘটনার পর সাড়ে ৯টায় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক জয়সহ নেতা-কর্মীরা ছাত্রলীগ কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। প্রায় দেড় মাস কার্যালয় বন্ধ থাকার পর তালা ভেঙে তাদের নিয়ন্ত্রণ নেন। তবে তারা কার্যালয় ত্যাগ করলে আবারও তালা ঝুলিয়ে দেন পদ না পাওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ময়মনসিংহ : বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীকে ঘুম থেকে জাগানোকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীকে ত্রিশাল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে যাওয়ার জন্যে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি লিটনের অনুসারী তুষার শিক্ষার্থীদের ডাকাডাকি করতে থাকেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের সংগীত বিভাগের শিক্ষার্থী মাছুদের রুমে গিয়ে ডাক দিলে তিনি যেতে অস্বীকৃতি জানালে তুষার তাকে চড় মারেন। পরে শিক্ষার্থীরা অনুষ্ঠান শেষে জুমার নামাজে চলে গেলে মাছুদ তার দলবল নিয়ে ৪১৬ নম্বর রুমে থাকা নাট্যকলা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী তুষারের ওপর হামলা করে মারধর করেন।
ঝিনাইদহ : কালীগঞ্জে বিজয় দিবসের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে যুবদল-আওয়ামী লীগ সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। দলীয় সূত্র জানায়, বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মিছিলে অংশ নিতে যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ে আসছিলেন। সেসময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছলে আওয়ামী লীগ নেতা-কর্মীরা হামলা চালালে শুরু হয় সংঘর্ষ। এতে সাতজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নড়াইল : মহান বিজয় দিবসে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক করতে গিয়ে ছাত্রলীগের হামলায় বিএনপি ও যুবদলের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে রফিকুল ইসলাম নামে যুবদল নেতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকিরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জেলা বিএনপির নেতারা ফুল নিয়ে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে যান। ফুল দেওয়ার আগেই ছাত্রলীগের হামলায় সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল সাইদ বাবু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর ও যুবদল কর্মী বাসু আহত হন। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুর : দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের বিজয় দিবসের শোভাযাত্রা কর্মসূচির সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৮টার দিকে দিনাজপুর শহরের কলেজ মোড় চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে দুই পক্ষকে ছত্রভঙ্গ করার সময় ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করে। আটকরা হলেন দিনাজপুর সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী মুশফিকুর রহমান (২৫) ও দিনাজপুর সদর উপজেলার রামডুবি এলাকার ফুলবন ফাজিল মাদরাসার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হাসান আলী (১৯)। মুশফিকুরের বাড়ি বিরামপুর উপজেলার মুকুন্দপুর গ্রামে ও হাসান আলী দিনাজপুর সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে শহরের কালুরমোড়, মির্জাপুর এলাকা থেকে বিচ্ছিন্নভাবে শিবিরের পাঁচ-সাতজনের একাধিক দল টার্মিনাল এলাকায় আসেন। সেখানে ব্যানার-ফেস্টুন হাতে শতাধিক নেতা-কর্মী জড়ো হলে তারা ‘নারায়েক তাকবির’ ধ্বনি তুলে শোভাযাত্রা নিয়ে সরকারি কলেজ মোড়ের দিকে এগিয়ে যেতে থাকেন। ছাত্রশিবিরের ওই শোভাযাত্রার সামনের ব্যানারে লেখা ছিল, ‘৫২তম মহান বিজয় দিবস সফল হোক’। এ শোভাযাত্রার আয়োজক ছিল দিনাজপুর শহর ছাত্রশিবির। শোভাযাত্রাটি কলেজ মোড় চত্বরে আসার পর মুশফিকুর বক্তব্য দিতে শুরু করলে দিনাজপুর কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের তোপের মুখে পড়েন। এ সময় ছাত্রলীগের সঙ্গে শিবিরের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এলে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় মুশফিকুর ও হাসানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
মাগুরা : মাগুরায় বিজয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিতে এসে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতারা। সকাল সাড়ে ৭টার দিকে শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভের সামনে সরকারবিরোধী সেøাগান দেওয়ার অভিযোগ করে তাদের ওপর ছাত্রলীগ কর্মীরা এ হামলা চালায় বলে তারা জানান। হামলায় আহত তিনজন হলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এজাজ আহম্মেদ, সদর উপজেলার ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ ও সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রাজীব মোল্লা। তাদের মধ্যে জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এজাজ আহম্মেদকে ২৫০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।