শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

দেশে কোথাও গণতন্ত্র নেই

নিজস্ব প্রতিবেদক

দেশে কোথাও গণতন্ত্র নেই

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আজকে দেশে কোথাও গণতন্ত্র নেই। ১৫ দিনে ২৪ হাজার বিরোধী নেতা-কর্মী গ্রেফতার হলো। এটি একটি ফ্যাসিবাদী নমুনা।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আজকে অনেক আওয়ামী লীগার বঙ্গবন্ধুর আত্মজীবনীর কথা বলেন এবং বইটি বিলিও করেন। কিন্তু বইতে বঙ্গবন্ধুর যে আদর্শ লিপিবদ্ধ আছে তা আওয়ামী লীগের নেতারা বাস্তবায়ন করেন না।’ এ সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে দুই শতাধিক নেতা-কর্মী ডা. জাফরুল্লাহর কাছে ফুলের তোড়া দিয়ে ভাসানী অনুসারী পরিষদে যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। জাফরুল্লাহ বলেন, হাজী সেলিমকে ১০ বছর কারাদন্ডাদেশ থাকলেও জামিন দেওয়া হয়। কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী বয়োজ্যেষ্ঠ খালেদা জিয়ার জামিন হয় না। হাই কোর্টের বিচারপতিরাও আজ মেরুদন্ডহীন হয়ে পড়েছেন। তিনি বিএনপির দেওয়া ২৭ দফা নিয়ে বলেন, ‘এখানে আরও কাজ করতে হবে। আজকে আমরা কথা বলতে পারি না, মিছিল করতে পারি না। করতে হলে পুলিশের অনুমতি নিতে হয়। পুলিশ অনুমতি দেওয়ার কে? মিছিল সমাবেশে বাধা দেওয়া হবে না এটিও দফাতে উল্লেখ রাখতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান বিজু, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান, আবু ইউসুফ সেলিম, বাবুল বিশ্বাস, জামিল আহমেদ, আরিফুর রহমান, হাবিবুর রহমান, রাজু আহমেদ প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর