ভাবির মান ভাঙাতে রওশন এরশাদের বাসায় গেলেন দেবর ও জাপা চেয়ারম্যান জি এম কাদের। গতকাল সকালে রওশনের বাসায় দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে নিয়ে যান বিরোধী দলের উপনেতা জি এম কাদের। পরে তাদের মধ্যে একটি বৈঠক হয়। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘আজ আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি। সামনে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী, এ বিষয়ে তাকে (রওশন এরশাদ) দাওয়াত দেওয়া হয়েছে। তিনি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছেন।’
বিএনপির ছেড়ে দেওয়া সংসদীয় আসনগুলোতে উপনির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’ প্রসঙ্গত, ১ জানুয়ারি জাতীয় পার্টির (জাপা) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৬ সালের ১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাপা গঠিত হয়। দিনটি একসঙ্গে উদযাপনের প্রস্তাব নিয়ে গতকাল রওশন এরশাদের বাসায় যান জি এম কাদের।